Terms & Condition
sobmilbay.com এর পক্ষ থেকে অভিবাদন
সব মিলবে ডট কম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সালাম ও শুভেচ্ছা। আমি মোঃ মাসুদুর রহমান এই ওয়েবসাইটের একমাত্র অ্যাডমিন বা নিয়ন্ত্রনকারী। আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই ওয়েবসাইটে আপনারা পরিদর্শন করেন।
আমি খুব চেষ্টা করি, আমার এই পোষ্টগুলোকে তথ্য নির্ভর করে অপ্রাসঙ্গিকতা বাদ দিয়ে খুব সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় আপনাদের কাছে উপস্থাপন করার।
sobmilbay.com ওয়েবসাইটটি মুলত সমসাময়িক বিষয় নিয়ে তথ্য প্রদান করে থাকে। আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে পৃথিবীর নানা ধরনের অজানা তথ্যের প্রচার করে থাকি। আপনি যদি ওয়েবসাইটটি থেকে কোনো অজানা তথ্য পেয়ে তা অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন।
sobmilbay.com কপিরাইট নিয়ম
- sobmilbay.com ওয়েবসােইটে প্রকাশিত যত ধরনের ব্লগ পোষ্ট বা আর্টিকেলগুলোর স্বত্বাধিকারী শুধুমাত্র সব মিলবে ডট কম। বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে sobmilbay.com এর সকল কনটেন্ট কপিকরা সম্পূর্নরুপে নিষিদ্ধ। যদি অংশ বিশেষ কোথাও প্রকাশ করতে চান তাহলে অবশ্যই sobmilbay.com কে Do Follow link যুক্ত করে ক্রেডিট দিতে হবে।
- sobmilbay.com ওয়েবসােইটে প্রকাশিত সকল কনটেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ও ইংরেজি উৎস থেকে ভাবানুবাদ করে লেখা। তাই কোন কোন কনটেন্ট কখনো কো-ইন্সিডেন্টলি মিলে যেতে পারে। তাই কনটেন্টগুলো যদি sobmilbay.com এর হয়ে থাকে অথবা এটি অন্য কোথাও প্রকাশিত হোক সেটা যদি আপনি না চেয়ে থাকেন, তাহলে ওয়েবসাইটটির অ্যাডমিনকে অবহিত করবেন।
- sobmilbay.com ওয়েবসাইটির সকল কনটেন্টগুলো sobmilbay.com ওয়েবসাইটির একেবারে নিজের লেখা। অ্যাডমিন নিজে ব্যাপক রিসার্চ করে তথ্য সংগ্রহ করে এবং তা লেখায় পরিনত করে। যদি কাকতলীয়ভাবে কোনো লেখা মিলে যায়, তাহলে অবশ্যই বিনীতভাবে জানাবেন।ঐ অংশটুকু কনটেন্ট থেকে রিমুভ করে দিবেন।
- sobmilbay.com ওয়েবসাইটির কোনো লেখা কপি করা যাবে না। যদি কেউ কপি করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অযথায় ইংরেজি হরফ ব্যবহার করে অর্থাৎ ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা যাবে না।বাংলা ভাষায় অহেতুক বিকৃত করে কোন কনটেন্ট লেখা যাবেনা। প্রয়োজনে বাংলা ও ইংরেজি শব্দ ব্যবহার করে কনটেন্ট লিখতে পারবেন।
- টেকনিক্যাল টার্মগুলোতে অযথায় বাংলা প্রতিশব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। টেকনিক্যাল টার্মগুলো লেখার ক্ষেত্রে ইংরেজি বর্ন কিংবা বাংলাতে উচ্চারন লেখার চেষ্টা করতে হবে।
- সফটওয়্যারের সিরিয়াল, ক্র্যাক ও কীজেন ইত্যাদি বিষয়ে কোন কনটেন্ট লেখা যাবে না। এই ধরনের কনটেন্টগুলো sobmilbay.com সাইটে প্রকাশ করতে আগ্রহী নয়।
- হ্যাকিং, Sexual, সাইবার ক্রাইম ও ফিশিং বিষয়ে কোন ধরনের কনটেন্ট লেখা যাবে না। আমরা এই ধরনের কনেটেন্ট আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে আগ্রহী নই।
- অশ্লীল, অনৈতিক ও কপিরাইট আইন ভঙ্গ করে কোন ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না। এছাড়া কোন ধর্ম বিরোধি লেখা পারলিশ করা যাবে না।
- এমন কোন ধরনের বিজ্ঞাপনমুলক কনটেন্ট প্রকাশ করা যাবে না যা ব্যবসায়িক উদ্দেশ্য ও জনস্বার্থে নয়।
- রেভিনিউ ও পয়েন্ট বাড়ানোরা জন্য কোন ধরনের এফিলিয়েট ফাইল হোস্টিং লিংক অথবা শর্ট লিংক ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ।গেমস, সফটওয়্যার ও কোন ধরনের রিভিউয়ের জন্য মুল প্রডাক্ট পেজের লিংক ব্যবহার করার চেষ্টা করবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে নন এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করা চেষ্টা করতে হবে।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url