Privacy Policy
গোপনীয়তা নীতি ও কপিরাইট নীতি
sobmilbay.com প্রযুক্তি বিষয়ে আলাদা আলাদা তথ্য প্রকাশ করে থাকে। যা সকল পাঠকদের বিভিন্ন বিষয়ে তথ্য জানতে সহায়তা করে। তাই আপনি যদি বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চান তাহলে এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে।
গোপনীয়তা নীতি
sobmilbay.com বিভিন্ন বিষয়ে কনটেন্ট লিখে পাবলিশ করা হয়।sobmilbay.com যে সকল বিষয়ে কনটেন্ট লিখে পাবলিশ করে তা হলোঃ টিপস এন্ড ট্রিকস, বিউটি টিপস, ব্যবসায় আইডিয়া, অনলাইন ইনকাম, দাম্পত্য জীবন, সরকারি ভাতা, ভ্রমন ও পর্যটন, ইতিহাস ও ঐতিহ্য, পাসপোর্ট অফিস, ব্যাংকে চাকুরী, মেয়েলি বিষয়ক, সরকারি কোটা,
এছাড়াও স্বস্থ্য বিষয়ক, তথ্য ও প্রযুক্তি, লািইফ ষ্টাইল , ইসলামিক পোষ্ট, বিভিন্ন রোগের চিকিৎসা, বিজ্ঞান বিষয়ক, সামরিক শক্তি, চাষবাস, বাংলদেশের কম্পানী ও শিক্ষা বিষয়ক ইত্যাদি।sobmilbay.com এর প্রত্যেকটি আর্টিকেলের মালিক sobmilbay.com নিজেই। আপনাদের প্রতি অনুরোধ রইল এই নীচে দেওয়া বিজ্ঞপ্তিটি মন দিয়ে পড়ুন এবং কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
- sobmilbay.com এ প্রকাশিত সকল কনটেন্টগুলো সম্পুর্ন কপি করে অন্য জায়গায় প্রকাশ করা পুরোপুরি নিষিদ্ধ।
- sobmilbay.com সবার অধিকারকে সম্মান করে এবং তাদের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখে।
- কোন কনটেন্টের অংশ বিশেষ কপি করে অন্য জায়গায় পোষ্ট করা যাবে তবে সেক্ষেত্রে sobmilbay.com ওয়েবসাইটের Do Follow লিংক যুক্ত করে ক্রেডিট করতে হবে।
- আপনার যে তথ্যগুলো sobmilbay.com এ প্রবেশ করান সেগুলোর নাম, ইমেইল, মোবাইল নম্বর, ওয়েবসাইট লিংক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয়।
কপিরাইট নীতি
- sobmilbay.com ওয়েবসােইটে প্রকাশিত যত ধরনের ব্লগ পোষ্ট বা আর্টিকেলগুলোর স্বত্বাধিকারী শুধুমাত্র সব মিলবে ডট কম। বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে sobmilbay.com এর সকল কনটেন্ট কপিকরা সম্পূর্নরুপে নিষিদ্ধ। যদি অংশ বিশেষ কোথাও প্রকাশ করতে চান তাহলে অবশ্যই sobmilbay.com কে Do Follow link যুক্ত করে ক্রেডিট দিতে হবে।
- sobmilbay.com ওয়েবসােইটে প্রকাশিত সকল কনটেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ও ইংরেজি উৎস থেকে ভাবানুবাদ করে লেখা। তাই কোন কোন কনটেন্ট কখনো কো-ইন্সিডেন্টলি মিলে যেতে পারে। তাই কনটেন্টগুলো যদি sobmilbay.com এর হয়ে থাকে অথবা এটি অন্য কোথাও প্রকাশিত হোক সেটা যদি আপনি না চেয়ে থাকেন, তাহলে ওয়েবসাইটটির অ্যাডমিনকে অবহিত করবেন।
- sobmilbay.com ওয়েবসাইটির সকল কনটেন্টগুলো sobmilbay.com ওয়েবসাইটির একেবারে নিজের লেখা। অ্যাডমিন নিজে ব্যাপক রিসার্চ করে তথ্য সংগ্রহ করে এবং তা লেখায় পরিনত করে। যদি কাকতলীয়ভাবে কোনো লেখা মিলে যায়, তাহলে অবশ্যই বিনীতভাবে জানাবেন।ঐ অংশটুকু কনটেন্ট থেকে রিমুভ করে দিবেন।
- sobmilbay.com ওয়েবসাইটির কোনো লেখা কপি করা যাবে না। যদি কেউ কপি করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অযথায় ইংরেজি হরফ ব্যবহার করে অর্থাৎ ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা যাবে না।বাংলা ভাষায় অহেতুক বিকৃত করে কোন কনটেন্ট লেখা যাবেনা। প্রয়োজনে বাংলা ও ইংরেজি শব্দ ব্যবহার করে কনটেন্ট লিখতে পারবেন।
- টেকনিক্যাল টার্মগুলোতে অযথায় বাংলা প্রতিশব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। টেকনিক্যাল টার্মগুলো লেখার ক্ষেত্রে ইংরেজি বর্ন কিংবা বাংলাতে উচ্চারন লেখার চেষ্টা করতে হবে।
- সফটওয়্যারের সিরিয়াল, ক্র্যাক ও কীজেন ইত্যাদি বিষয়ে কোন কনটেন্ট লেখা যাবে না। এই ধরনের কনটেন্টগুলো sobmilbay.com সাইটে প্রকাশ করতে আগ্রহী নয়।
- হ্যাকিং, Sexual, সাইবার ক্রাইম ও ফিশিং বিষয়ে কোন ধরনের কনটেন্ট লেখা যাবে না। আমরা এই ধরনের কনেটেন্ট আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে আগ্রহী নই।
- অশ্লীল, অনৈতিক ও কপিরাইট আইন ভঙ্গ করে কোন ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না। এছাড়া কোন ধর্ম বিরোধি লেখা পারলিশ করা যাবে না।
- এমন কোন ধরনের বিজ্ঞাপনমুলক কনটেন্ট প্রকাশ করা যাবে না যা ব্যবসায়িক উদ্দেশ্য ও জনস্বার্থে নয়।
- রেভিনিউ ও পয়েন্ট বাড়ানোরা জন্য কোন ধরনের এফিলিয়েট ফাইল হোস্টিং লিংক অথবা শর্ট লিংক ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ।গেমস, সফটওয়্যার ও কোন ধরনের রিভিউয়ের জন্য মুল প্রডাক্ট পেজের লিংক ব্যবহার করার চেষ্টা করবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে নন এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করা চেষ্টা করতে হবে।
সম্মতি
আমাদের এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সকলের জন্য উন্মক্ত নয় সেই জন্য বিভিন্ন কনটেন্ট দেখার জন্য উপযুক্ত কোড ব্যবহার করতে হবে।যদি আপনার মনে হয় বেআইনি ভিত্তিতে ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে তাহলে অবশ্যই স্ক্রিনশর্ট নিয়ে masudur1993.rahman@gmail.com এ send করবেন।
কমেন্ট নীতিমালা
সম্মানীত পাঠকগণ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল পোস্টের নীচে কমেন্ট করার আগে অবশ্যই ভালোভাবে নিশ্চিত হতে হবে। আপনি যে বিষয়গুলো নিয়ে কমেন্ট করছেন তা পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিনা তা। যদি আপনি পোষ্ট পড়ে বুঝতে না পারেন তাহলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল অপ্রাসঙ্গিক কোন কিছু কমেন্ট করবেন না। কমেন্ট করার আগে অবশ্যই google কমেন্ট নীতিমালা অনুসরণ করবেন। সকলকে ধন্যবাদ।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url