বন্ধু নিয়ে স্ট্যাটাস - বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস
বন্ধু, এক আজব শব্দ যা সবসময় সুন্দর অর্থে কানে ভেসে আসে। আজকের আর্টিকেলটিতে বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে আলোচনা করা হয়েছে। বন্ধু হলো পেছনে ফেলে আসা আনন্দ, ভালোবাসা, দারুন অনুভুতি ও বিশ্বাসের সাথে মিলেমিশে একাকার একটি সম্পর্ক। যা জীবনকে করে তোলে সুন্দর ও শান্তিময়।
ভুমিকা
আজকের আর্টিকেলটি যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে জানতে পারবেন, বন্ধুদের সাথে কিভাবে সময় কাটানো তার স্ট্যাটাস নিয়ে, বন্ধু নিয়ে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে, বন্ধু নিয়ে বাংলা স্ট্যাটাস দেয়া হয়েছে, কলিজার বন্ধুদের নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে, বেস্ট ফ্রেন্ট নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে আরোও দেওয়া হয়েছে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি স্ট্যাটাস।
বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস
বন্ধুত্বের গান
“একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, আপনি গরিব কে আমির সে মানে না জাতের বিচার করা সে জানেনা সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। দুহাতে মোহর গিনি ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে, টাকায় যায় না কেনা বন্ধু কোথাও সে শুধু কপালে গুনে মেলে দুনিয়াতে তুমি যে বন্ধু, বন্ধু আমার।
এক মা’র গর্ভেতে জন্ম না পাই বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই, রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই হৃদয়ের এত মিল রয়ে গেছে যাতে তুমি যে বন্ধু, বন্ধু আমার। কোনদিনও ছাড়বো না বন্ধু তোমায় রয়ে যাব চিরদিন এক দু’জনায়। আনন্দে দুঃখে হব একাকার জীবনে মরণের তোমাতে আমাকে তুমি যে বন্ধু, বন্ধু আমার”। বাপ্পী লাহিড়ী ও মুহাম্মদ আজিজের গাওয়া গানটি শুনলে চোখে পানি আটকানো অসম্ভব হয়ে পড়ে।
বন্ধুত্বের মানে কি
বন্ধু হলো আবেগ বুঝতে পারা, সহানুভুতি প্রকাশ করা দুঃখ কষ্টে পাশে থাকার মাধ্যম। এই শব্দটি দিয়ে সব স্বপ্ন ও লক্ষ্য পুরন করা যায়, অনেক বেশী অনুপ্রানিত হওয়া যায়। সময়গুলো কাটে হাসি, আনন্দ ও মজা করে। এই শব্দটি পাশে থাকলে চিন্তাভাবনা থাকেনা, অনুভুতিগুলো থাকে সক্রিয়, গোপনে আদান প্রদান করা যায় কষ্টের শিহরন।
বন্ধুত্ব নিয়ে জ্ঞানীদের স্ট্যাটাস
বন্ধুত্ব নিয়ে গবেষনা
- Socio-logical review নামের একটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ২০০৪ সালে বন্ধুত্বের উপর গবেষনা পরিচালনা করে তাতে দেখা যায় ২০০৪ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ১/৩ ভাগা বিশ্বস্ত বন্ধুর সংখ্যা কমে গেছে।
- ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান গবেষনা করে দেখেছে ছেলেরা বন্ধুদের চেয়ে পারিবারিক সম্পর্কগুলোকে মুল্যায়ন করে বেশী। সেদিক থেকে মেয়েরা অনেক বেশী বন্ধু বৎসল।
- Linked in এর একটি সমীক্ষায় দেখা গেছে আশির দশকের পরে যাদের জন্ম তাদের প্রায় ৭০ শতাংশ পদন্নতীর জন্য সহকর্মীর সাথে বন্ধুত্ব ত্যাগ করে।
- Anthologist Robin বলেছেন প্রেম প্রতিটি মানুষের জীবনে কমপক্ষে দুটি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে। ছেলে, মে যেই হোক না কেন কয়েকদিনের মধ্যে তাদের ঘনিষ্ট বন্ধুদের দুইজনকে হারায়।
- Cornel University of USA এক গবেষনায় দেখা গেছে, বেশী সংখ্যক মানুষের সর্বাধিক ২ জন প্রিয় বন্ধু থাকে।
- রবিন ডানবার একজন Anthropologist যিনি ১৯৯৩ সালে একটি গবেষনা পরিচালনা করেন সেখানের যায় একজন মানুষ একসাথে ১৫০ জনের সাথে সম্পর্ক ধরে রাখতে পারে।
- যুক্তরাষ্ট্রের Pennsylvania University এর কিছু গবেষক সামাজিক যোগাযোগ মাধ্যম এর মাইস্পেসে গবেষনা চালিয়ে দেখেছেন বন্ধু আমাদের যতটা মুল্যায়ন করে আমরাও ঠিক ততটুকুই মুল্যায়ন করি। আরোও দেখেছেন আমরা ঈর্ষা করলে তা বন্ধুত্বের উপর তা প্রভাব পড়ে।
- কানাডার Wilfried loriar university এর একদল গবেষক গবেষনা করে দেখিয়েছেন, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, লজ্জা ও ভুলে যাওয়া বন্ধুত্বের মধ্যে বিরক্তির কারন হয়ে দাড়ায়।
- Birmingham University এর গবেষক জুলিয়ান হোল্ট গবেষনা করে দেখিয়েছেন কম বন্ধু থাকা ক্ষতিকর ব্যায়াম না করার চেয়ে।
- University of California এর বিজ্ঞানী ক্যারোলিন পার্কিনসন গবেষনা করে দেখেছেন, বন্ধুদের মধ্যে মিল অমিলের মাত্রা খুব কম ছিলো।
- Dartmouth collage এর গবেষক থালিয়া হুইটটি ও অ্যাডাম ক্লেইনবাম গবেষনা করে দেখেছেন বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মধ্যে আগে যা জানতেন নতুন সমীক্ষায় আরও গভীরভাবে দেখা গেছে।
- Yael University এ জীববিজ্ঞানী নিকোলাস ক্রিস্টাকিস গবেষনা করে দেখেছেন, পরস্পর বন্ধুদের মধ্যে কেবল বাহ্যিক বা আদর্শিক সাদৃশ্যই নয় বরং তাদের মধ্যে মস্তিষ্কের কাঠামোর মধ্যেও মিল পাওয়া গেছে।
গবেষনা করে দেখা গেছে, বন্ধুত্বের গভীরতা আগে যেভাবে চিন্তা করা হয়েছিল এই গভীরতা তার চেয়েও বেশী গভীরে। বিজ্ঞানীরা গবেষনা করে দেখিয়েছেন বন্ধুদের মস্কিষ্কের চিন্তাগুলো একইভাবে সাড়া দেয়। তাদের ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো দেখানোর পর তাদের হাসি, আনন্দের প্রতিক্রিয়াগুলে প্রায় একই রকম ছিলো।
ভিডিও ক্লিপসগুলোর বিষয়বস্তু ছিলো উত্তেজনাপুর্ন ফুটবল ম্যাচ, কমেডি ইত্যাদি। তারপর তাদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে বন্ধুদের মস্তিষ্কের উপর ভিডিওগুলো একইভাবে প্রভাব ফেলেছে।
বন্ধুত্ব নিয়ে আমি যা মনে করি
- বন্ধুত্ব কখনও কেনা যায় না, এটা অর্জন করে নিতে হয়। কেউ যদি বন্ধুত্বের হাত বারিয়ে দেয় তাহলে তুমি তার বন্ধু হয়ে যাও।
- সে বন্ধু মারাত্মক শত্রু, যে সুখের সময় থাকে কিন্তু বিপদের সময় পালিয়ে যায়।
- বন্ধুত্ব হলো জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যেমন: দিন থেকে সন্ধ্যা সুর্যের বন্ধু ঠিক তেমনি সন্ধ্যা থেকে সকাল চাঁদের বন্ধু।
- গাছের ছায়া যেমন ক্লান্ত পথিককে শান্তি দেয় ঠিক তেমনি বন্ধুত্বের ছায়া বন্ধুকে শান্তি দেয়।
- শিশু থাকা অবস্থায় বন্ধুত্বের সম্পর্কের অনুভুতি সৃষ্টি হয়। উদাহরন হিসেবে বলা যায় যেকোন খেলনার প্রতি আগ্রহ বন্ধুত্বের লক্ষন।
- কারো জীবনে যদি কোন বন্ধু না থাকে তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বন্ধু নিয়ে স্ট্যাটাস
মহাবিশ্বের সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব, এরিস্টটল বলেছেন, এই চিরন্তন বাক্যটির গভীরতা কতটা, তা তখন বোঝা যায় যখন জীবনে খুঁজে পাওয়া যায় প্রকৃত একজন বন্ধুকে। ইংরেজি সাহিত্যিক ভার্জিনিয়া উলফ বলেছেন, কেউ পুরোহিতের কাছে যায়, কেউ কবিতার কাছে যায়, আমি যাই বন্ধুর কাছে। যুগের পর যুগ বন্ধুত্ব নামক সম্পর্কটি একটা আলাদা স্থান তৈরি করে নিয়েছে।
জীবনের সর্বত্র বন্ধুত্বের প্রভাব বিদ্যমান।
বন্ধুত্বের প্রকারভেদ
রেডিও, টেলিভিশনে অনুষ্ঠান প্রচারক যক্তরাষ্ট্রের গ্লেন্ডা ডি.শ বলেন, “ প্রায় এক দশক আগে নিজের জন্মদিনের অনুষ্ঠানে বসে আমি অনুভব করলাম আমি সময়টা উপভোগ করছি না। চারপাশের মানুষগুলো আমার ঠিক কাছের মানুষ নয়, আর দিনে শেষে আমি একপ্রকার নিঃসঙ্গ”।
তিনি আরোও বলেন,“ আমি অনুধাবন করলাম, আমার আশেপাশে অনেক মানুষ থাকার কারনে অনেক বন্ধু হয়ত আমার আছে, তবে সেই সম্পর্কগুলো আমি স্বেচ্ছায় তৈরি করিনি”।
প্রয়োজনের বন্ধু: গ্লেন্ডা ডি. শ তার নতুন বই ‘বেটার ইউ, বেটার ফ্রেন্ডস এ বলেন, “ এই মানুষগুলো আপনার সবচাইতে কাছের মানুষ, আপনার বন্ধুমহলের প্রধান সদস্য। আমি আমার প্রয়োজনের বন্ধুগুলোকে খুঁজে পেয়েছিলাম একট কাগজে নিজের জীবনের লক্ষ্যগুলো লেখার মাধ্যমে।
শব্দগুলো লিখে আমি ভাবলাম আমার জীবনের কোন মানুষগুলো আমার এই লক্ষ্যগুলে অর্জনের পথে সহায়তা করবে, আমাকে বিশ্বাস করবে। পাঁচজনের কথা মাথায় এলো”। তিনি আরোও বলেন, এই মানুষগুলো আপনার সবচাইতে আস্থাভাজন মনে হবে। তাদের সঙ্গে জীবনের গভীরতম মুল্যবোধগুলো নিয়ে আপনি আলোচনা করবেন।
তবে তারা সবকিছুতে আপনার সঙ্গে একমত হবে না, আর সেই মতবিরোধ থেকেই একে অপরকে সত্যিকার অর্থে বুঝতে পারবেন।
আবেগের বন্ধু: এই বন্ধুগুলো আপনার জীবনে কোন না কোন সময়ে ছিল বা আছে। সম্পর্কটা তাদের সাথে আবেগের। স্কুল জীবনের বন্ধু, ছেলেবেলার খেলার সাথী কিংবা পাশের বাসার বন্ধু সকলেই আবেগের বন্ধু। আপনাদের জীবনের কোন এক মোড়ে তারা ছিলো গুরুত্বপুর্ন অংশ কিন্তু সময়ের সাথে সম্পর্কটা স্তিমিত হয়ে গেছে।
সামাজিক বন্ধু: গ্লেন্ডা ডি. শ বলেন, “ কাজের সুবাদে, কোনো শখের কাজে গিয়ে যে মানুষগুলোর সঙ্গে আমাদের পরিচয় হয় তাদের মধ্যে কেউ কেউ আমাদের বন্ধু হয়ে উঠে। দৈনন্দিন সমাজিকতার একটা অংশ তারা এবং যে প্রেক্ষাপটে তাদের সঙ্গে পরিচয় সেই প্রেক্ষাপটেই তারা অবস্থান করেন”।
আপনার কর্মক্ষেত্রে যারা সহকর্মী বন্ধু রয়েছে তাদের সাথে কর্মক্ষেত্রের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কিন্তু ব্যক্তিগত জীবনের পরামর্শ কিংবা আলোচনা করেন না। তাদের সঙ্গে মিশে থাকেন নির্দিষ্ট একটা সময়ের জন্য।
গুরু শিষ্যের বন্ধুত্ব: এটা একটা অসম বন্ধুত্ব। এখানে একজন থাকে ক্ষমতাবান আরেকজন থাকে দুর্বল। তাদের দুই পক্ষ নির্ধারন করতে পারে অন্যান্য বন্ধুদের সঙ্গে কখন দেখা হবে। এই স্তরে থাকেন সাধারনত শিক্ষক, অফিসের বস কিংবা ম্যানেজার কর্মক্ষেত্রের বড় ভাই। এই বন্ধুত্বের সম্পর্কে দুইজনই লাভবান হন।
বন্ধুত্ব নিয়ে উক্তি
- তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেওনা। (শেক্সপিয়ার)
- আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারন আমি যখন কাাঁদি তখন সে হাঁসে না। (চার্লি চ্যাপলিন)
- আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।(রবীন্দ্রনাথ ঠাকুর)
- আমাদের রহস্যময়তা পরীক্ষনে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান ও বন্ধুত্ব।(অ্যালবার্ট আইনস্টাইন)
- আমার বন্ধুরা আমার সাম্রাজ্য।(এমিলি ডিকেনসন)
- দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।(অ্যারিস্টটল)
- সবকিছুর শেষে আমরা আমাদের শক্রদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো।(মার্টিন লুথার কিং)
- বন্ধুত্ব গড়তে ধীতগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত তার পরিচর্যা করো।(সক্রেটিস)
- বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।(স্যামুয়েল জনস্টন)
- সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে।(জর্জ ওয়াশিংটন)
- বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা। (লর্ড)
- বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল কলেজেই। প্রানের বন্ধু। তারপর আর না। আর না সারা জীবনে আর না। জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। (শিবরাম চক্রবর্তী)
- আগুন্তকের কোন বন্ধু নেই, আরেকজন আগন্তক ছাড়া।(শেখ সাদি)
- তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমা শক্রদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে।(নেলশন ম্যান্ডেলা)
- আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয় ? (হেনরি ডেভিড থিওরো)
- কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষন তার একটিও বন্ধু আছে।(রবার্ট লুই স্টিভেন্স)
- একজন সত্যিকারের বন্ধু, কখনো বন্ধুর আচরনে ক্ষুব্দ হয় না। (চার্লস ল্যাম্ভ)
- একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।(অস্কা)
- বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থকে।(প্লেটো)
বন্ধু নিয়ে স্ট্যাটাস বাংলা
২০ বছর বয়সের বন্ধুত্ব ও ৪০ বছর বয়সের বন্ধুত্বের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। ২০ বছর বয়সের বন্ধুত্বের মধ্যে অনেক কিছু গোপন করার প্রবনতা লক্ষ্যনীয় কিন্তু ৪০ বছর বয়সের বন্ধুত্বের মধ্যে কোন গোপনীয়তা নেই আছে শুধু নিজেকে উজাড় করে দিয়ে মনের ভালোলাগা ও কষ্টগুলো একে অপরের মাঝে শেয়ার করার প্রবনতা।
- বন্ধুত্ব এমন হতে হবে যত বিপদ আসুক না কেন জীবন শেষ হয়ে গেলেও কেউ কাউকে যেন না ছাড়ে।
- সারা বছরে অনেক বন্ধু তৈরি করতে পারবেন কিন্তু বন্ধুত্ব টিকিয়ে রাখায় বড় পরীক্ষা।
- আমাদের অনেক বন্ধু রয়েছে যারা সুদিনে সবসময় কাছে থাকে কিন্তু দুর্দিনে আর খুঁজে পাওয়া যায় না।সেই প্রকৃত বন্ধু যে বিপদের দিনে পাশে থাকে।
- জীবনে ১ হাজার বন্ধু থাকার চেয়ে ১ জন ভালোবন্ধু থাকা সবচেয়ে উত্তম।
- প্রেম সব সময় একটা গন্ডির মধ্যে থাকে কিন্তু বন্ধুত্ব কোন গন্ডি মানে না।
- বন্ধুত্ব হলো কর্মব্যস্ততার পরে একটু শান্তির আড্ডাখানা।
- সেই সত্যিকারের বন্ধু যে কাঁদিয়েও আবার হাসাতে পারে।
- বন্ধুত্ব গড়ে উঠে তৈরি করা যায় না কারন বন্ধুত্ব গড়তে সময় লাগে আর গড়ে উঠা বন্ধুত্ব চিরজীবন স্থায়ী হয়।
- প্রেম ভালোবাসা আসবে যাবে কিন্তু বন্ধুত্বের কোন বিকল্প নেই এই সম্পর্ক কখনো বদলায় না।
- আপনার জীবনে যদি বিশ্বস্ত ও ভালো বন্ধু না থাকে ধরে নিবেন আপনা মত দুর্ভাগা আর কেউ নই।
- বন্ধু যদি প্রানের হয় তাহলে একটি বন্ধুই যথেষ্ট।
কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
- প্রত্যেক মানুষের অসংখ্য বন্ধু রয়েছে কিন্তু তার মধ্যে থেকে ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যপার।
- একজন ভালো বন্ধুই পারে বন্ধুর জীবনটা সাজিয়ে দিতে।
- বন্ধুত্বের সম্পর্কের মর্যাদা সবাই দিতে পারে না।
- আপনার জীবনে অনেক সম্পর্ক তৈরি হবে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক সবচেয়ে দামী।
- বন্ধু ছাড়া দুরে বা বিদেশে থাকা খুব কষ্টকর। কিন্তু জিবীকার তাগিদে দুরে যেতেই হয়।
- স্কুল জীবনের বন্ধু সবচেয়ে কাছের বন্ধু কারন এই বন্ধুত্ব গড়ে উঠে স্বার্থহীনভাবে।
- বন্ধু যেন শুধুই বন্ধু নয় এ যেন নিজের ভাইয়ের চেয়েও বেশী কিছু।
- জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে বন্ধুর প্রয়োজন হয় তাই সঠিক বন্ধু নির্বাচন করুন।
- বন্ধুত্বের সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাস ও ভালোবাসার উপর তাই বিশ্বাস ও ভালোভাসা দিয়ে বন্ধুত্বকে জয় করতে হয়।
- ভালো বন্ধু জীবনের শ্রেষ্ঠ পাওয়া। যে এই স্বাদ পেয়েছে তার জীবন ধন্য।
বেস্ট ফ্রেন্ড নিয়ে স্ট্যাটাস
- আমার সেরা বন্ধু সেই যে আমার মধ্যে সেরাটা বের করে আনে। হেনরি-ফোর্ড
- আর একজন সত্যিকারের বন্ধু হল সেই ব্যক্তি যে আপনার জন্য, সেখানে থাকে যখন সে অন্য কোথাও থাকার কথা। লেন ওয়েন
- বন্ধুত্ব সেই মুহূর্তে জন্মগ্রহণ করে যখন একজন ব্যক্তি অন্যকে বলে কি তুমিও? আমি ভেবেছিলাম আমি একমাত্র। সি.এস. লুইস
- নিজেকে কেবলমাত্র এমন লোকদের সাথে ঘিরে রাখুন যারা আপনাকে উচ্চতর করতে চলেছে। অপরাহ উইনফ্যে
- বন্ধুত্ব হলো একজন ব্যক্তির সাথে নিরাপদ বোধ করার অবর্ণনীয় স্বাচ্ছন্দ্য, যেখানে চিন্তার ওজন বা শব্দের পরিমাপ নেই। জর্জ এলিয়ট
- বন্ধুত্ব এই নয় যে আপনি কাকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চেনেন, এটি সম্পর্কে কে এসেছেন এবং কখনোই আপনার সাথ ছেড়ে যায়নি। ইউলান্ডা হাদিদ
- একজন বন্ধু আমার হৃদয়ের গানটি জানে এবং যখন আমার স্মৃতিশক্তি ব্যর্থ হয় তখন এটি আমাকে গায়। ডোনা রবার্টস
- এমন একজন লোকের সন্ধান করুন যারা আপনাকে চ্যালেঞ্জ করে এবং অনুপ্রাণিত করে। তাদের সাথে অনেক সময় ব্যয় করুন এবং এটি আপনার জীবনকে বদলে দিবে। অ্যামি পোহলার
- বন্ধুরা আহত হৃদয়ের ওষুধ এবং আশাবাদী আত্মার জন্য ভিটামিন। স্টীপ মারাবলি
- একজন বন্ধু হল আপনার কাছে থাকা সবচেয়ে সুন্দর জিনিস গুলির মধ্যে একটি এবং আপনি হতে পারেন এমন সেরা জিনিস গুলির মধ্যে একটি। উইনি দ্য পুহ
- আপনার যদি একজন সত্যিকারের বন্ধু থাকে তবে আপনার কাছে আপনার ভাগের চেয়েও বেশি রয়েছে। টমাস ফুলার
- বন্ধুত্ব হল ব্যাখ্যা করা বিশ্বের সবচেয়ে কঠিন জিনিস। এটি এমন কিছু নয় যা আপনি স্কুলে শিখেন। কিন্তু আপনি যদি বন্ধুত্বের অর্থ না শিখে থাকেন তবে আপনি সত্যি কিছুই শিখেন নি। মোহাম্মদ আলী
- তেল এবং সুগন্ধি হৃদয়কে আনন্দিত করে, এবং বন্ধুত্ব মাধুর্য তার আন্তরিক পরামর্শ নিয়ে আসে। বাইবেল
বন্ধুদের সাথে ঘুরাঘুরি স্ট্যাটাস
- শুধু স্মৃতি নাও থাকতে পারে শুধু পায়ের ছাপ রেখে যাও। চিফ সিয়াটেল
- যাত্রায় ভালো সঙ্গ পথকে ছোট করে। ইজাক ওয়ালটন
- একটি যাত্রা মাইলের চেয়ে বন্ধুদের মধ্যে সর্বোত্তম পরিমাপ করা হয়। টিম কাহিল
- সত্যিকারের বন্ধুরা তারার মত আপনাকে বোন অন্ধকার এই তাদের চিনতে পারেন। বব মার্লে
- ভ্রমণ সমস্ত মানুষের আবেগকে বড় করে তোলে।পিটার হোয়েগ
- একজন সত্যিকারের বন্ধু হল সেই যে ভেতরে চলে যায় যখন বাকি পৃথিবী চলে যায়। ওয়াল্টার উইনচেল
বন্ধু নিয়ে কবিতা
দুই বন্ধু (রবিন্দ্রনাথ ঠাকুর)
মূঢ় পশু ভাষাহীন নির্বাককহৃদয়
তার সাথে মানবের কোথা পরিচয়
কোন আদি স্বর্গলোকে সৃষ্টির প্রভাতে
হৃদয়ে হৃদয়ে যেন নিত্য যাতায়াতে
পথচিহ্ন পড়ে গেছ, আজো চিরদিনে
লুপ্ত হয় নাই তাহ, তাই দোঁহে চিনে।
সেদিনের আত্মীয়তা গেছে বহুদুরে
তবুও সহসা কোন কথাহীন সুরে
পরানে জাগিয়া উঠে সুধাময়ী প্রীতি
মুগ্ধ মূঢ় স্নিগ্ধ চোখে পশু চাহে মুখে
মানুষ তাহারে হেরে স্নেহের কৌতুকে।
যেন তুই ছদ্মবেশে দু বন্ধু মেলা
তারপরে দুই জীবে অপরুপ খেলা
লেখকের শেষকথা
আশা করছি ,উপরের আর্টিকেলটি আপনারা খুব ভালো মতো পড়েছেন। ফলে আপনারা জেনে গেছেন বন্ধুত্ব কত মধুর হয়। উপরের আর্টিকেল থেকে আপনারা নিশ্চয় উপকৃত হয়েছেন।যদি এই আর্টিকেল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url