পল্লী বিদ্যেুৎ মিটার আবেদন অনুসন্ধান - নতুন মিটারের জন্য আবেদন
বন্ধুরা আজকের আর্টিকেলটি যদি বিস্তারীতভাবে পড়েন তাহলে জানতে পারবেন কিভাবে পল্লী বিদ্যেুৎ মিটার আবেদন অনুসন্ধান করবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করতে দ্বিধা বোধ করেন, অনেকে আছেন বিদ্যেুৎ বিল অ্যাপসগুলোতে কিভাবে দিতে হয় তা জানেন না। এই আর্টিকেলটি পড়লে সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
ভুমকিা
আজকের আর্টিকেলটি যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে জানতে পারবেন নতুন করে বিদ্যুতের মিটারের জন্য আবেদন কিভাবে করতে হবে, পল্লী বিদ্যেুৎ মিটার আবেদনের করে কিভাবে অনুসন্ধান করবেন, পল্লী বিদ্যেুৎ বিল কি নিয়মে দিবেন, পল্লী বিদ্যেুৎ অফিসে অভিযোগ করবেন কি নিয়ম মেনে, মিটার আবেদনের খরচ কত, মিটার পরিবর্তন করতে,কিভাবে আবেদন করবেন।
নতুন বিদ্যুৎ মিটার আবেদন
নতুন সংযোগ গ্রহন করার জন্য আবেদনের নিয়মাবলী
- আবেদন করার সময় ছবি, জাতীয় পরিচয় পত্র ও সংযোগস্থলের মুল দলিল/খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
- সার্ভিস ড্রপের দুরত্ব (সংযোগস্থল হইতে সার্ভিস পোলের দুরত্ব) ১৩০ ফুটের মধ্যে হতে হবে।
- সঠিকভাবে মেপে সার্ভিস ড্রপের দুরত্ব প্রদান করুন। সার্ভিস ড্রপের দুরত্ব সঠিক না হলে তারের দৈর্ঘ্য কম/বেশি পারে। ভুল তথ্য দিলে পরবর্তীতে সংযোগ পেতে বিলম্ব হতে পারে।
- আবেদনের সাত (৭) দিনের মধ্যে ঘর/হাউজ ওয়্যারিং এবং সোলার ইউনিট (প্রযোজ্য হলে) স্থাপন করতঃতা অনলাইনে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অন্যথায় আবেদনটি অসম্পুর্ন বলে বিবেচিত হবে।
- মোট লোড ৮০ কিলোওয়াট এর বেশি হলে এইচটি সংযোগের নিয়মাবলী প্রযোজ্য হবে।
- অনলাইনে সার্ভে করার প্রয়োজনীয় অর্থ (আবেদন ফি, মেম্বারশীপ ফি ও নিরাপত্তা জামানত) জমাদানসহ সকল নির্দেশনা এসএমএস এর মাধ্যমে জানানা হবে।
- আবেদন ফরমের লাল (*) চিহ্নিত ক্ষত্রগুলো অবশ্যই পুরন করতে হবে।
- আবেদন পত্রে গ্রাহকের নিজস্ব মোবাইল নম্বর প্রদান করুন।
- আবেদনের পর প্রাপ্ত ট্র্যাকিং আইডি এবং পিন নম্বর অবশ্যই সংরক্ষন করতে হবে।
- সংযোগের অর্থ ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
- ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করার জন্য নীচে নিয়মাবলী দেখে নিন।
নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানকালে নেট মিটারসহ রুফটপ সোলার সিস্টেম স্থাপন সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের নির্দেশনা
ভবনের ছাদে কমপক্ষে ১ হাজার বর্গফুট জায়গা থাকলে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার প্যানেল স্থাপন করতে হবে।
আবাসিক গ্রাহক: সিঙ্গেল ফেজ (Single phase) সংযোগের ক্ষেত্রে গ্রাহক আগ্রহী হলে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করতে পারবে।থ্রি ফেজ (Three phase) সংযোগের ক্ষেত্রে ১০ (দশ) কিলোওয়াট বা তদুর্ধ্ব লোড বরাদ্দপ্রাপ্ত গ্রাহকদের কমপক্ষে ১ (এক) কিলোওয়াট (১০০০ ওয়াট) নেট মিটারিং সোলার সিস্টেম স্থাপন করতে হবে।
শিল্প ও বানিজ্যিক গ্রাহক: ১০ বা তদুর্ধ্ব কিলোওয়াট লোড বরাদ্দপ্রাপ্ত বিদ্যুৎ গ্রাহকগনের অনুমোদিত লোডের ১০% ক্ষমতার সোলার সিস্টেম নেট মিটারিং নির্দেশিকা-২০১৮ (সর্বশেষ সংশোধিত) অনুসরন করে স্থাপন করতে হবে।
তবে অনুর্ধ্ব ১০ কিলোওয়াট লোড বরাদ্দ প্রাপ্ত গ্রাহকগন আগ্রহী হলে রুফটপ সোলার সিস্টেম বসাতে পারবেন এবং স্থাপিত সিস্টেমের ক্ষমতা ১ কিলোওয়াটের (১০০০ ওয়াট) বেশি হলে নেট মিটারিং নির্দেশিকা অনুসরনে তা করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান: সিঙ্গেল ফেজ (Single phase) সংযোগের ক্ষেত্রে প্রতিষ্ঠান আগ্রহী হলে সোলার সিস্টেম স্থাপন করতে পারবে।থ্রি ফেজ (Three phase) সংযোগের ক্ষেত্রে ১০ (দশ) কিলোওয়াট বা তদুর্ধ্ব লোড বরাদ্দপ্রাপ্ত গ্রাহকদের কমপক্ষে ১ (এক) কিলোওয়াটের (১০০০ ওয়াট) নেট মিটারিং সিস্টেম স্থাপন করতে হবে।
ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ প্রাপ্ত গ্রাহকগণ যারা বরাদ্দকৃত লোড বৃদ্ধি করতে চান তাদেরকেও অতিরিক্ত অনুমোদিত লোডের উপর উল্লিখিত হার অনুযায়ী সোলার সিস্টেম স্থাপন করতে হবে।
রকেটের মাধ্যমে টাকা পরিশোধ
আবেদন ফরম পুরনের নির্দেশিকা
পল্লী বিদ্যেুৎ মিটার আবেদন অনুসন্ধান
আপনার নতুন মিটারের আবেদন পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক গ্রহনযোগ্য হয়েছে কিনা, মিটারটি পেতে কতদিন সময় লাগতে পারে তা জানার জন্য নতুন মিটার আবেদনের ট্র্যাকিং নম্বর ও পিন নম্বরটি দিয়ে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানের নিয়মটি নীচে প্রদান করা হলো।
উপরোক্ত চিহ্নিত মার্ক করা ওয়েবসাইটে ক্লিক করলে নিম্নের ফরমটি আসবে যেখানে আপনার ট্র্যাকিং নম্বর ও পিন নম্বরটি দিয়ে সাবমিট করতে হবে।
সাবমিট করার পর অগ্রগতির চিত্রটি নীচের মত আসবে।পল্লী বিদ্যেুৎ বিল দেওয়ার নিয়ম
নীচে উল্লেখিত কয়েকটি পেমেন্ট সিস্টেম ব্যবহার করে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।
বিকাশ চার্জ
পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন পত্র
পল্লী বিদ্যুৎ মিটার নষ্ট হয়ে গেলে নতুন মিটারের জন্য কিভাবে আবেদন করতে হয় তার নমুনা নীচে দেওয়া হলো।
তারিখ
বরাবর
মাননীয় মহাব্যবস্থাপক
পল্লী বিদ্যুৎ সমিতির নাম
পল্লী বিদ্যুৎ অফিসের ঠিকানা
বিষয়: মিটার পরিবর্তনের জন্য আবেদন
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি (আপনার নাম), (আপনার ঠিকানা)।আমি আপনার পল্লী বিদ্যুৎ সমিতির একজন নিয়মিত গ্রাহক এবং আমার বিদ্যুৎ সংযোগ নম্বর হলো (সংযোগ নম্বর)। বর্তমানে আমার বিদ্যুৎ মিটারটি ক্রটিযুক্ত থাকায় বা সঠিকভাবে কাজ না করায় আমার নতুন মিটার দরকার।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার মিটারটি পরিবর্তন করে বাধিত করবেন।
নিবেদক,
আপনার নাম
আপনার ঠিকানা
আপনার ফোন নম্বর
সংযোগ নং
পল্লী বিদ্যেুৎ অনলাইনে অভিযোগ করার নিয়ম
বিল সংক্রান্ত যে কোন অভিযোগ যেমন:চলতি মাসের বিল পাওয়া যায়নি, বকেয়া বিল, অতিরিক্ত বিল ইত্যাদির জন্য “এক অবস্থানে সেবা কেন্দ্র” এ যোগাযোগ করলে তাৎক্ষনিক সমাধান সম্ভব হলে তা নিষ্পত্তি করা হবে। অন্যথায় একটি নিবন্ধন নম্বর দিয়ে পরবর্তী যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে এবং পরবর্তী ৭(সাত) দিনের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত
আবেদন করার জন্য উপরোক্ত ফি লাগবে এবং আরোও কিছু খরচ হতে পারে
- নিরাপত্তা জামানত ৫০০ টাকা লাইন নির্মান খরচ, লাইনের দৈর্ঘ্য ও ধরনের উপর নির্ভর করে খরচ হত পারে।
- মিটার স্থাপন খরচ।
লেখকের শেষকথা
আশা করছি ,উপরের আর্টিকেলটি আপনারা খুব ভালো মতো পড়েছেন। ফলে আপনারা জেনে গেছেন নতুন মিটারের জন্য কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর কিভাবে অনুসন্ধান করবেন। উপরের আর্টিকেল থেকে আপনারা নিশ্চয় উপকৃত হয়েছেন।
যদি এই আর্টিকেল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url