দরখাস্ত লেখার নিয়ম
বন্ধুরা আজকের আর্টিকেলটিতে বিস্তারীতভাবে আলোচনা করা হয়েছে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে। আমাদের সকলকে দরখাস্ত কিভাবে লেখতে হয় তা জানা দরকার। এই দরখাস্তগুলোর কিছু নমুন নীচে দেওয়া হয়েছে। এই নমুনা আবেদন পত্র গুলি খুব ভালোভাবে শিখতে পারলে আর আপনাদের দরখাস্ত লেখা নিয়ে চিন্তা করতে হবে না।
ভুমিকা
আজকের আর্টিকেলটি যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে জানতে পারবেন কিভাবে চাকুরির আবেদনপত্র লিখেতে হয়, কিভাবে আবেদন করবেন অগ্রীম ছুটির জন্য, কিভাবে আবেদন করবেন স্কুলে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে, কিভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে হয় রাস্তাঘাট মেরামত করার জন্য, বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে জেলা প্রশাকের নিকট আবেদন।
যে সব বিষয়ে দরখাস্ত লেখা হয়
- চাকুরির জন্য আবেদন পত্র।
- অগ্রীম ছুটির জন্য আবেদন পত্র।
- অসুস্থতার জন্য আবেদন পত্র।
- স্কুলে অনুপস্থিতির জন্য আবেদন পত্র।
- অফিসে ছুটির জন্য আবেদন পত্র।
- জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র।
- উপবৃত্তির জন্য আবেদন পত্র।
- ছাড়পত্রের জন্য আবেদন পত্র।
- পত্রিকায় চাকুরীর জন্য আবেদন পত্র।
- উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন পত্র।
- জেলা প্রশাসকের থেকে সাহায্যের জন্য আবেদন পত্র।
দরখাস্ত লেখার নিয়ম
- আবেদনের তারিখ: প্রথমে বাম পাশে তারিখ দেওয়া হয়।
- পদবী ও ঠিকানা (প্রাপকের): প্রাপক বরাবর আবেদনের জন্য পদবী ও ঠিকানা লিখতে হবে।
- আবেদনের বিষয়: কি বিষয়ে আবেদন করবেন তা লিখতে হবে।
- সম্ভাষন: সম্ভাষনের শব্দ যেমন: মহোদয়, মহাশয়, জনাব/জনাবা লিখতে হবে।
- আবেদনের মুল অংশ: আবেদনের মুল বক্তব্য লিখতে হবে।
- আবেদনকারীর নাম ও ঠিকানা: আবেদন সম্পুর্ন করার পর নিবেদক কথাটি লিখে আবেদনকারীর নাম ও ঠিকানা লিখতে হবে।
বিভিন্ন ক্যাটাগরির দরখাস্তের নমুনা
চাকুরীর জন্য আবেদন পত্র
ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদের জন্য আবেদন
১৬ নভেম্বর, ২০১৭
বরাবর,
ম্যানেজিং ডিরেক্টর
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
৬১, দিলকুশা
ঢাকা
বিষয়: প্রিন্সিপাল অফিসার পদের জন্য আবেদনপত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, গত ২রা জুলাই ২০১৭ ইং তারিখে “দৈনিক প্রথম আলো” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে ১ জন প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ দেয়া হবে।উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নীচে প্রদান করা হলো।
আরোও পড়ুনঃ ব্যাংকে চাকরির জন্য কি পড়তে হবে জেনে নিন
নাম: মোঃ মাসুদুর রহমান
পিতার নাম: মোঃ আতাউর রহমান
মাতার নাম: নুরুন নাহার
স্থায়ী ঠিকানা:গ্রাম : উপশহর, থানা : বোয়ালিয়া, পোস্ট : সপুরা, জেলা : রাজশাহী
বর্তমান ঠিকানা: - ঐ -
জন্ম তারিখ: ১লা জানুয়ারী, ১৯৭৮
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা: আমি নভেম্বর ২০০৬ থেকে NCC BANK LTD.এ সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে প্রিন্সিপাল পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
সংযুক্তি
- সার্টিফিকেট ও প্রশংসাপত্র সমুহের সত্যায়িত ফটোকপি।
- চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা প্রদত্ত)।
- পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
প্রভাষক পদের জন্য আবেদন
২০ নভেম্বর, ২০১৯
বরাবর,
অধ্যক্ষ
উপশহর মহিলা কলেজ, রাজশাহী
রাজশাহী
বিষয়: প্রভাষক পদের জন্য আবেদনপত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, গত ২রা আগষ্ট ২০১৯ ইং তারিখে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে ১ জন প্রভাষক পদে নিয়োগ দেয়া হবে।উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নীচে প্রদান করা হলো।
নাম: মোঃ মাসুদুর রহমান
পিতার নাম: মোঃ আতাউর রহমান
মাতার নাম: নুরুন নাহার
স্থায়ী ঠিকানা:গ্রাম : উপশহর, থানা : বোয়ালিয়া, পোস্ট : সপুরা, জেলা : রাজশাহী
বর্তমান ঠিকানা: - ঐ -
জন্ম তারিখ: ১লা জানুয়ারী, ১৯৭৮
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা: আমি নভেম্বর ২০০৬ থেকে কাশিয়াডাঙ্গা মহিলা কলেজ এ প্রভাষক হিসেবে কর্মরত আছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক আমাকে প্রভাষক নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
সংযুক্তি
- সার্টিফিকেট ও প্রশংসাপত্র সমুহের সত্যায়িত ফটোকপি।
- চারিত্রিক সার্টিফিকেট ২ কপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা প্রদত্ত)।
- পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
চাকরি ছাড়ার দরখাস্ত লেখার নিয়ম
তারিখ:১০ এপ্রিল ২০২১
বরাবর,
প্রধান কর্মকর্তা
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
৬১, দিলকুশা
ঢাকা-১২০০
বিষয়: চাকুরি ছাড়ার জন্য আবেদন পত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ মাসুদুর রহমান “মেমী মালিহা গ্রুপ অব কম্পানী লিঃ” এ কর্মরত আছি।আমি গত ১লা আগষ্ট ২০১৫ ইং তারিখে অফিসার পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারনে ১০ এপ্রিল ২০২১ ইং তারিখ হতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপুর্বক ১০ এপ্রিল ২০২১ ইং তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহন করে বাধিত করবেন।
নিবেদক,
মোঃ মাসুদুর রহমান
অফিসার
মেমী মালিহা গ্রুপ অব কম্পানী লিঃ
দিলকুশা, ঢাকা-১২০০
কম্পিউটার অপারেটরের জন্য আবেদন পত্র
তারিখ:১০ এপ্রিল ২০২১
বরাবর,
প্রধান কর্মকর্তা
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
৬১, দিলকুশা
ঢাকা-১২০০
বিষয়: কম্পিউটার অপারেটরের জন্য আবেদন পত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, গত ২রা মার্চ ২০২১ ইং তারিখে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে কয়েক জন “কম্পিউটার অপারেটর” পদে নিয়োগ দেয়া হবে।উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নীচে প্রদান করা হলো।
নাম: মোঃ মাসুদুর রহমান
পিতার নাম: মোঃ আতাউর রহমান
মাতার নাম: নুরুন নাহার
স্থায়ী ঠিকানা:গ্রাম : উপশহর, থানা : বোয়ালিয়া, পোস্ট : সপুরা, জেলা : রাজশাহী
বর্তমান ঠিকানা: - ঐ -
জন্ম তারিখ: ১লা জানুয়ারী, ১৯৭৮
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতা
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা বিবেচনাপূর্বক আমাকে কম্পিউটার আপারেটর হিসেবে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
পত্রিকায় চাকুরীর জন্য আবেদন পত্র
তারিখ:১০ এপ্রিল ২০২১
বরাবর,
সম্পাদক
দৈনিক প্রথম আলো
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
৬১, দিলকুশা
ঢাকা-১২০০
বিষয়: পত্রিকায় চাকুরীর জন্য আবেদন পত্র
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, গত ২রা মার্চ ২০২১ ইং তারিখে “দৈনিক প্রথম আলো” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে কয়েক জন “শিক্ষানবীশ সাংবাদিক” পদে নিয়োগ দেয়া হবে।উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও অন্যান্য তথ্যাবলি নীচে প্রদান করা হলো।
নাম: মোঃ মাসুদুর রহমান
পিতার নাম: মোঃ আতাউর রহমান
মাতার নাম: নুরুন নাহার
স্থায়ী ঠিকানা:গ্রাম : উপশহর, থানা : বোয়ালিয়া, পোস্ট : সপুরা, জেলা : রাজশাহী
বর্তমান ঠিকানা: - ঐ -
জন্ম তারিখ: ১লা জানুয়ারী, ১৯৭৮
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতা
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমার শিক্ষাগত যোগ্যতা বিবেচনাপূর্বক আমাকে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে নিয়োগ প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
অগ্রীম ছুটির জন্য আবেদন পত্র
তারিখ: ২৮ অক্টোবার, ২০২৪
বরাবর,
প্রধান কর্মকর্তা
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
৬১, দিলকুশা
ঢাকা-১২০০
বিষয়: অগ্রীম ছুটির জন্য আবেদন পত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ মাসুদুর রহমান “মেমী মালিহা গ্রুপ অব কম্পানী লিঃ” এ কর্মরত আছি।আমি গত ১লা আগষ্ট ২০১৫ ইং তারিখে “অফিসার” পদে যোগদান করি। আমার বড় ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে আগামী ৪ দিন অর্থাৎ ২৯/১০/২০২৪ থেকে ০১/১১/২০২৪ ছুটির প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, অনুগ্রহপুর্বক আমাকে উক্ত দিনগুলোতে ছুটি প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
অফিসার
অসুস্থতার জন্য আবেদন পত্র
তারিখ: ২৮ অক্টোবার, ২০২৪
বরাবর,
প্রধান কর্মকর্তা
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
৬১, দিলকুশা
ঢাকা-১২০০
বিষয়: অগ্রীম ছুটির জন্য আবেদন পত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ মাসুদুর রহমান “মেমী মালিহা গ্রুপ অব কম্পানী লিঃ” এ কর্মরত আছি।আমি গত ১লা আগষ্ট ২০১৫ ইং তারিখে “অফিসার” পদে যোগদান করি। আমি অসুস্থ থাকায় ২৪/১০/২০২৪ থেকে ২৭/১০/২০২৪ অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, অনুগ্রহপুর্বক আমাকে উক্ত দিনগুলোতে ছুটি প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
অফিসার
স্কুলে অনুপস্থিতির জন্য আবেদন পত্র
তারিখ: ২৮ অক্টোবার, ২০২৪
বরাবর,
প্রধান কর্মকর্তা
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
৬১, দিলকুশা
ঢাকা-১২০০
বিষয়: অগ্রীম ছুটির জন্য আবেদন পত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, আমি মোঃ মাসুদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে ১০ম শ্রেনীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী। আমি গত ২৪/১০/২০২৪ থেকে ২৭/১০/২০২৪ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারনে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, অনুগ্রহপুর্বক আমাকে উক্ত দিনগুলোতে ছুটি প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
মোঃ মাসুদুর রহমান
শ্রেনী: ১০ম (বিজ্ঞান শাখা)
রোল:০৫
অফিসে ছুটির জন্য আবেদন পত্র
তারিখ: ২৮ অক্টোবার, ২০২৪
বরাবর,
প্রধান কর্মকর্তা
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
৬১, দিলকুশা
ঢাকা-১২০০
বিষয়: অফিস ছুটির জন্য আবেদন পত্র।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপুর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ মাসুদুর রহমান “মেমী মালিহা গ্রুপ অব কম্পানী লিঃ” এ কর্মরত আছি।আমি গত ১লা আগষ্ট ২০১৫ ইং তারিখে “অফিসার” পদে যোগদান করি। আমার বড় ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে আগামী ৪ দিন অর্থাৎ ২৯/১০/২০২৪ থেকে ০১/১১/২০২৪ ছুটির প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, অনুগ্রহপুর্বক আমাকে উক্ত দিনগুলোতে ছুটি প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
অফিসার
জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র
বরাবর
প্রধান শিক্ষক/ ব্যবস্থাপনা পরিচালক
প্রতিষ্ঠানের নাম
অফিসের ঠিকানা
বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র।
জনাব,
যথাবিহীত সম্মানপ্রদর্শন পুর্বক নিবেদন এই যে, আমি আপনার স্কুলের/কলেজের ১০মা শ্রেনীর একজন নয়মিত ছাত্র।............................কারনে আমার নামে.......................টাকা জরিমানা হয়েছে। জরিমানা বাবদ......................টাকা এসেছে, যা পরিশোধ করা আমার পরিবারের জন্য খুবই কষ্টকর, আমাদের পরিবারে আয়ের উৎস একমাত্র বাবা।
অতএব, মহোদ্বয়ের নিকট আকুল আবেদন, আমার আর্থিক পরিস্থিতি বিবেচনা করে জরিমান মওকুফ করার জন্য অনুমতি প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ মাসুদুর রহমান
শ্রেনী:১০ম
রোল:৫
উপবৃত্তির জন্য আবেদন পত্র
তারিখ:০৯ জানুয়ারি, ২০২৩ ইং
বরাবর
অধ্যক্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল
রাজশাহী
বিষয়: উপবৃত্তির জন্য আবেদনপত্র।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি সামিন মাহমুদ আপনার স্কুলের ৭ম শ্রেনীর একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন ৪র্থ শ্রেনীর চাকুরীজিবী এবং তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিগত কয়েকমাস যাবৎ তিনি শারিরীকভাবে ব্যপকভাবে অসুস্থ। এমতবস্থায় আমার বাবার পক্ষে পরিবারের খরচ বহনের পর, আমাদের ৩ ভাই-বোনের পড়ালেখার খরচ বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
সামিন মাহমুদ
শ্রেনী:৮ম
রোল:৩
ছাড়পত্রের জন্য আবেদন পত্র
তারিখ:০৯ জানুয়ারি, ২০২৩ ইং
বরাবর
অধ্যক্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল
রাজশাহী
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদনপত্র।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি সামিন মাহমুদ আপনার স্কুলের ৭ম শ্রেনীর একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি তার কর্মস্থল কাজলা রাজশাহী থেকে মতিঝিল ঢাকাতে বদলী হয়েছেন। আমি ও আমার পরিবার আগামীমাসেই স্থায়ীভাবে সেখানে চলে যাবো। পরিবারসহ অন্য শহরে বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব হবে না।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে প্রয়োজনীয় ফী ও বকেয়া পরিশোধ পুর্বক ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
সামিন মাহমুদ
শ্রেনী:৮ম
রোল:৩
উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন পত্র
তারিখ: ০৯ ফেব্রুয়ারী, ২০২৩
বরাবর
উপজেলা নির্বাহী অফিসার
পবা উপজেলা, রাজশাহী
রাজশাহী
বিষয়: রাস্তা সংস্কারের জন্য আবেদন পত্র।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি পবা উপজেলার দাউকান্দি গ্রামের বাসিন্দা। আপনার এলাকায় নিম্নে উল্লিখিত রাস্তাগুলো সাম্প্রতিক বন্যার কারনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এই রাস্তাগুলোতে পায়ে হাঁটা লোকজন এবং মালপত্র বহনকারী যানবাহন উভয়ের জন্য অনুপযুক্ত এবং মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
অতএব নিবেদন এই যে, যত তাড়াতাড়ি সম্ভব ঐ রাস্তাটি চলাচলের জন্য উপযুক্ত করে এলাকাবাসীর কষ্ট লাগব করে বাধিত করবেন।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে
মোঃ মাসুদুর রহমান
জেলা প্রশাসকের থেকে সাহায্যের জন্য আবেদন পত্র
তারিখ:২৩/০৩/২০২৩
বরাবর
জেলা প্রশাসক
রাজশাহী
বিষয়: বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপ্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমরা রাজশাহী জেলার বেচা রামপুর উপজেলার ধরমপুর ইউনিয়নের অধিবাসী। এবারের বন্যার করাল গ্রাসে এ ইউনিয়নের যে অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে তা বর্ননা করার মত না। এবারের বন্যার বেচা রামপুর উপজেলায় শুধু নয়, বাংলাদেশের স্মরনকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা।
গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজানের পানির প্রবাহে গ্রামের কাঁচা ঘরবাড়ি, মাঠ ভরা পাকা ফসল, গবাদি পশু সবকিছু ভেসে গেছে। এর ফলে এলাকার মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে। বাসস্থানের অভাবে হাজার হাজার লোক খোলা আকাশের নিচে দিন যাপন করছে। বন্যার ফলে নিরাপদ পানীয় জলের দারুন সংকট দেখা দিয়েছে।
মানুষ খাদ্যাভাবে অখাদ্য কুখাদ্য খেয়ে ডায়রিয়া, আমাশয়সহ নানা প্রকার পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছে। বানভাসী মানুষের এ দুর্দিনে কোনরুপ ত্রান সাহায্য এখনো এলাকায় পৌঁছেনি।
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, সরেজমিনে তদন্ত করে অত্র অঞ্চলের জনগনের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য প্রয়োজনীয় ত্রান-সামগ্রী সববরাহ ও বিতরনের কার্যকর ব্যবস্থা গ্রহন করে বাধিত করবেন।
নিবেদক
এলাকাবাসীর পক্ষ থেকে
মোঃ মাসুদুর রহমান
লেখকের শেষকথা
আশা করছি ,উপরের আর্টিকেলটি আপনারা খুব ভালো মতো পড়েছেন। ফলে আপনারা জেনে গেছেন বিভিন্ন ধরনের দরখাস্ত কিভাবে লিখতে হয়। উপরের আর্টিকেল থেকে আপনারা নিশ্চয় উপকৃত হয়েছেন।যদি এই আর্টিকেল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url