ইমান ও ইসলাম বিনষ্টকারী কু-সংস্কারগুলো সম্পর্কে জেনে নিনবন্ধুরা আজকের আর্টিকেলটিতে আল কুরআনে সুরাসমুহের সংক্ষিপ্ত বর্ননা করা হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই মুসলিম হওয়া সত্ত্বেও জানেন না কোন সুরার কি নাম এর অর্থ কি, কতো পারায় রয়েছে, কতগুলো আয়াত আছে এবং কোথায় নাযিল হয়েছে। আর্টিকেলটি পড়লে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এতে আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।
ভুমিকা
আজকের আর্টিকেলটি যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে জানতে পারবেন ক্রমানুসারে সুরাগুলো কোনটা কত নাম্বার, আমাদের মধ্যে অনেকেই আছি যারা কুরআনে বর্নিত সুরাগুলোর নাম জানি না এবং শুধু সুরা পড়লেই হবে না সুরার নামের অর্থ জানতে হবে, কতগুলো পারা আছে, আয়াত সংখ্যা কত এবং মক্কা না মদিনায় নাযিল হয়েছে তা না জানলে আল্লাহর প্রেরিত কুরআন থেকে আমরা প্রকৃত শিক্ষা নিতে পারবো না।
আল কুরআনের সুরা সমুহের সংক্ষিপ্ত বর্ননা
ক্রম
| সুরার নাম | সুরার নামের অর্থ | পারা নম্বর | আয়াত সংখ্যা | নাযিলকৃত স্থান |
১ | সুরা ফাতিহা | উদঘাটিকা |
| ৭ | মক্কা |
২ | সুরা বাকারা | গাভী | ১-৩ | ২৮৬ | মদীনা |
৩ | সুরা আল ইমরান | ইমরানের পরিবার | ৩-৪ | ২০০ | মদীনা |
৪ | সুরা নিসা | নারীগণ | ৪-৬ | ১৭৬ | মদীনা |
৫ | সুরা মায়িদা | খাদ্য ভরা পাত্র | ৬-৭ | ১২০ | মদীনা |
৬ | সুরা আন’য়াম | গবাদি পশু | ৭-৮ | ১৬৫ | মক্কা |
৭ | সুরা আ’রাফ | জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থান | ৮-৯ | ২০৬ | মক্কা |
৮ | সুরা আনফাল | আল্লাহর পথে যুদ্ধে লব্ধ সামগ্রী | ৯-১০ | ৭৫ | মদীনা |
৯ | সুরা তাওবা | অনুশোচনা | ১০-১১ | ১২৯ | মদীনা |
১০ | সুরা ইউনুস | ইউনুস (আঃ) | ১১ | ১০৯ | মক্কা |
১১ | সুরা হুদ | হুদ (আঃ) | ১২ | ১২৩ | মক্কা |
১২ | সুরা ইউসুফ | ইউসুফ (আঃ) | ১২-১৩ | ১১১ | মক্কা |
১৩ | সুরা রা’দ | বজ্র ধ্বনি | ১৩ | ৪৩ | মদীনা |
১৪ | সুরা ইব্রাহীম | ইব্রাহীম (আঃ) | ১৩ | ৫২ | মক্কা |
১৫ | সুরা হিজর | সামুদ জাতির বাসস্থান | ১৩-১৪ | ৯৯ | মক্কা |
১৬ | সুরা নাহল | মৌমাছি | ১৪ | ১২৮ | মক্কা |
১৭ | সুরা ইসরা বা বানী ঈসরাইল | মি’রাজ বা ঊর্ধ্বাকাশে গমন | ১৫ | ১১১ | মক্কা |
১৮ | সুরা কাহফ | গুহা | ১৫-১৬ | ১১০ | মক্কা |
১৯ | সুরা মারইয়াম | ঈসা (আঃ) এর মা | ১৬ | ৯৮ | মক্কা |
২০ | সুরা তাহা | তাহা | ১৬ | ১৩৫ | মক্কা |
২১ | সুরা আম্বিয়া | নবী ও রসুলগণ | ১৭ | ১১২ | মক্কা |
২২ | সুরা হাজ্জ | হাজ্জ | ১৭ | ৭৮ | মদীনা |
২৩ | সুরা মু’মিনুন | ঈমানদারগণ | ১৮ | ১১৮ | মক্কা |
২৪ | সুরা নুর | জ্যোতি | ১৮ | ৬৪ | মদীনা |
২৫ | সুরা ফুরকান | পার্থক্যকারী মানদন্ড | ১৮-১৯ | ৭৭ | মক্কা |
২৬ | সুরা শু‘আরা | কবিগণ | ১৯ | ২২৭ | মক্কা |
২৭ | সুরা নামল | পিপীলিকা | ১৯-২০ | ৯৩ | মক্কা |
২৮ | সুরা কাসাস | কাহিনীসমুহ | ২০-২১ | ৮৮ | মক্কা |
২৯ | সুরা আনকাবুত | মাকড়সা | ২১ | ৬৯ | মক্কা |
৩০ | সুরা রুম | রোম রাজ্য | ২১ | ৬০ | মক্কা |
৩১ | সুরা লোকমান | লুকমান | ২১ | ৩৪ | মক্কা |
৩২ | সুরা সাজদা | সাজদা | ২১ | ৩০ | মক্কা |
৩৩ | সুরা আহযাব | দলসমুহ | ২১-২২ | ৭৩ | মদীনা |
৩৪ | সুরা সাবা | সাবা দেশ | ২২ | ৫৪ | মক্কা |
৩৫ | সুরা ফাতির | সৃষ্টিকর্তা | ২২ | ৪৫ | মক্কা |
৩৬ | সুরা ইয়াসীন | ইয়াসীন | ২২-২৩ | ৮৩ | মক্কা |
৩৭ | সুরা সাফফাত | সারিবদ্ধগণ | ২৩ | ১৮২ | মক্কা |
৩৮ | সুরা সাদ | সাদ | ২৩ | ৮৮ | মক্কা |
৩৯ | সুরা যুমার | মানুষের দলসমুহ | ২৩-২৪ | ৭৫ | মক্কা |
৪০ | সুরা গাফির বা মু’মিন | ঈমানদারগণ | ২৪ | ৮৫ | মক্কা |
৪১ | ফুসসিলাত বা হামীম আস সাজদা | হ মীম আস সাজদা | ২৪-২৫ | ৫৪ | মক্কা |
৪২ | সুরা শুরা | পরামর্শ | ২৫ | ৫৩ | মক্কা |
৪৩ | সুরা যুখরুফ | স্বর্ন | ২৫ | ৮৯ | মক্কা |
৪৪ | সুরা দুখান | ধোঁয়া | ২৫ | ৫৯ | মক্কা |
৪৫ | সুরা জাসিয়া | হাঁটু পেতে বসা | ২৫ | ৩৭ | মক্কা |
৪৬ | সুরা আহকাফ | একটি স্থানের নাম | ২৬ | ৩৫ | মক্কা |
৪৭ | সুরা মুহাম্মদ | মুহাম্মদ (সাঃ) | ২৬ | ৩৮ | মদীনা |
৪৮ | সুরা ফাতহ | বিজয় | ২৬ | ২৯ | মদীনা |
৪৯ | সুরা হুজুরাত | কুটির সমুহ | ২৬ | ১৮ | মদীনা |
৫০ | সুরা কাফ | কাফ | ২৬ | ৪৫ | মক্কা |
৫১ | সুরা যারিয়াত | বিক্ষিপ্তকারী | ২৬-২৭ | ৬০ | মক্কা |
৫২ | সুরা তুর | একটি পাহাড়ের নাম | ২৭ | ৪৯ | মক্কা |
৫৩ | সুরা নাজম | তারোকারাজী | ২৭ | ৬২ | মক্কা |
৫৪ | সুরা কামার | চন্দ্র | ২৭ | ৫৫ | মক্কা |
৫৫ | সুরা আর রহমান | আল্লাহর নাম | ২৭ | ৭৮ | মদীনা |
৫৬ | সুরা ওয়াকিয়া | ঘটনা | ২৭ | ৯৬ | মক্কা |
৫৭ | সুরা হাদীদ | লোহা | ২৭ | ২৯ | মদীনা |
৫৮ | সুরা মুজাদালা | বিতর্ক | ২৮ | ২২ | মদীনা |
৫৯ | সুরা হাশর | সমাবেশ | ২৮ | ২৪ | মদীনা |
৬০ | সুরা মুমতাহানা | পরীক্ষাকারী | ২৮ | ১৩ | মদীনা |
৬১ | সুরা সাফফ | সারি | ২৮ | ১৪ | মদীনা |
৬২ | সুরা জুম’আ | জুম’আ | ২৮ | ১১ | মদীনা |
৬৩ | সুরা মুনাফিকুন | প্রতারক/মিথ্যাচারীতা | ২৮ | ১১ | মদীনা |
৬৪ | সুরা তাগাবুন | পরস্পরের হার-জিত | ২৮ | ১৮ | মদীনা |
৬৫ | সুরা তালাক | তালাক | ২৮ | ১২ | মদীনা |
৬৬ | সুরা তাহরীম | নিষিদ্ধ করন | ২৮ | ১২ | মদীনা |
৬৭ | সুরা মুলক | সার্বভৌমত্ব | ২৯ | ৩০ | মক্কা |
৬৮ | সুরা কালাম | কলম | ২৯ | ৫২ | মক্কা |
৬৯ | সুরা হাক্কা | অনিবার্য সংঘটিতব্য | ২৯ | ৫২ | মক্কা |
৭০ | সুরা মা ‘ আরিজ | সোপান শ্রেনী | ২৯ | ৪৪ | মক্কা |
৭১ | সুরা নুহ | নুহ (আঃ) | ২৯ | ২৮ | মক্কা |
৭২ | সুরা জিন | জিন | ২৯ | ২৮ | মক্কা |
৭৩ | সুরা মুযযাম্মিল | কম্বলাবৃত | ২৯ | ২০ | মক্কা |
৭৪ | সুরা মুদদাসসির | বস্ত্রাবৃত | ২৯ | ৫৬ | মক্কা |
৭৫ | সুরা কিয়ামাহ | কিয়ামত | ২৯ | ৪০ | মক্কা |
৭৬ | সুরা দাহর বা ইনসান | কাল | ২৯ | ৩১ | মদীনা |
৭৭ | সুরা মুরসালাত | প্রেরিতগণ | ২৯ | ৫০ | মক্কা |
৭৮ | সুরা নাবা | সংবাদ | ২৯ | ৪০ | মক্কা |
৭৯ | সুরা নাযিয়াত | আকর্ষনকারী | ৩০ | ৪৬ | মক্কা |
৮০ | সুরা আবাসা | বেজারমুখ হল/ভ্রু কুঞ্চিত করল | ৩০ | ৪২ | মক্কা |
৮১ | সুরা তাকভির | গুটিয়ে দেয়া | ৩০ | ২৯ | মক্কা |
৮২ | সুরা ইনফিতার | চূর্ণ-বিচূর্ণ হওয়া | ৩০ | ১৯ | মক্কা |
৮৩ | সুরা মুতাফফিফীন | হীন, ঠকবাজ | ৩০ | ৩৬ | মক্কা |
৮৪ | সুরা ইনসিকাক | দিন হওয়া | ৩০ | ২৫ | মক্কা |
৮৫ | সুরা বুরুজ | সুদৃঢ় দূর্গ | ৩০ | ২২ | মক্কা |
৮৬ | সুরা তারিক | রাত্রে আত্মপ্রকাশকারী | ৩০ | ১৭ | মক্কা |
৮৭ | সুরা আলা | উচ্চতম | ৩০ | ১৯ | মক্কা |
৮৮ | সুরা গাসিয়া | আচ্ছন্নকারী (কিয়ামাত) | ৩০ | ২৬ | মক্কা |
৮৯ | সুরা ফাজর | প্রাতঃকাল | ৩০ | ৩০ | মক্কা |
৯০ | সুরা বালাদ | শহর | ৩০ | ২০ | মক্কা |
৯১ | সুরা শমস | সূর্য | ৩০ | ১৫ | মক্কা |
৯২ | সুরা লাইল | রাত্রি | ৩০ | ২১ | মক্কা |
৯৩ | সুরা দুহা | উজ্জল প্রভাত | ৩০ | ১১ | মক্কা |
৯৪ | সুরা ইনসিরাহ | উন্মুক্তকরন | ৩০ | ৮ | মক্কা |
৯৫ | সুরা ত্বিন | ডুমুর | ৩০ | ৮ | মক্কা |
৯৬ | সুরা আলাক | জমাট বাঁধা রক্ত | ৩০ | ১৯ | মক্কা |
৯৭ | সুরা কদর | মহিমান্বিত | ৩০ | ৫ | মদীনা |
৯৮ | সুরা বাইয়্যিনা | উজ্জল-অকাট্য দলিল | ৩০ | ৮ | মদীনা |
৯৯ | সুরা যিলযাল | কম্পন | ৩০ | ৮ | মক্কা |
১০০ | সুরা আদিয়াত | দ্রুত ধাবমান | ৩০ | ১১ | মক্কা |
১০১ | সুরা কারিয়াহ | ভয়াবহ দুর্ঘটনা | ৩০ | ১১ | মক্কা |
১০২ | সুরা তাকাসুর | স্তুপীকরনের প্রতিযোগিতা | ৩০ | ৮ | মক্কা |
১০৩ | সুরা আসর | কাল/সময় | ৩০ | ৩ | মক্কা |
১০৪ | সুরা হুমাযাহ | গালমন্দকারী | ৩০ | ৯ | মক্কা |
১০৫ | সুরা ফীল | হস্তি/হাতি | ৩০ | ৫ | মক্কা |
১০৬ | সুরা কুরাইশ | কুরাইশ জাতি | ৩০ | ৪ | মক্কা |
১০৭ | সুরা মাউন | সাধারন প্রয়োজনের জিনিস | ৩০ | ৭ | মক্কা |
১০৮ | সুরা কাওসার | কাওসার (জন্নাতের সরোবর) | ৩০ | ৩ | মক্কা |
১০৯ | সুরা কাফিরুন | কাফেরেরা (অবিশ্বাসীরা) | ৩০ | ৬ | মক্কা |
১১০ | সুরা নাসর | সাহায্য | ৩০ | ৩ | মদীনা |
১১১ | সুরা লাহাব বা মাসাদ | শিখাময় আগুন | ৩০ | ৫ | মক্কা |
১১২ | সুরা ইখলাস | বিশুদ্ধতা | ৩০ | ৪ | মক্কা |
১১৩ | সুরা ফালাক | ঊষা | ৩০ | ৫ | মক্কা |
১১৪ | সুরা | নাস | ৩০ | ৬ | মক্কা |
লেখকের শেষকথা
উপরের বিস্তারিত আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আল কুরআনে সুরাসমুহ সম্পর্কে। কু-সংস্কার মুক্ত শান্তির জীবন গড়তে কুরআনের কোন বিকল্প নেই। ইমান টিকিয়ে রাখতে আমাদের সকলের কুরআন জানা আবশ্যক। কুরআন মজিদ শুধু পড়লেই হবে না অবশ্যই বুঝে পড়তে হবে। উপরোক্ত প্রচেষ্টাটি এই জন্যই করা হয়েছে।
উপরের আর্টিকেল থেকে আপনারা নিশ্চয় উপকৃত হয়েছেন।যদি এই আর্টিকেল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।আবারও এই ধরনের আর্টিকেল পেতে ভিজিট করুন আমাদের এই সাইটটিতে।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url