FREE FIRE গেম খেলে কিভাবে ইনকাম করবেন
শূন্য থেকে কোটিপতি হওয়ার উপায় - কম বয়সে কোটিপতি হওয়ার উপায় সম্পর্কে জেনে নিনবন্ধুরা,আজকের আর্টিকেলটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কিভাবে Free Fire গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে।যথাযথ দক্ষতা অর্জন করে এবং গাইডলাইন মেনে যদি অনলাইন জগতে আসেন তাহলে ভালো পরিমান টাকা ইনকাম করা আপনার জন্য খুব একটি কঠিন হবে না। তাই আসুন আলোচনা শুরু করি।
ভুমিকা
বন্ধুরা আজকের আর্টিকেলটি যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে জানতে পারবেন কিভাবে FREE FIRE গেম খেলে টাকা ইনকাম করা যায়, এই গেমের মালিক কে, গেমটির প্রকৃতি ইতিহাস কি, কোন দেশ থেকে এই গেমের জন্ম হয়েছে, গেমটি কবে বন্ধ হবে, ইসলামের দৃষ্টিতে কেন গেমটি হারাম বলে বিবেচিত হয়েছে আরোও জানতে পারবেন গেমটির ক্ষতিকর দিকগুলো নিয়ে।
FREE FIRE গেম খেলে টাকা ইনকাম
আপনারা সকলে জানতে চান ফ্রি ফায়ার গেম খেলে কিভাবে ইনকামা করা যায়। এই গেম খেলে সরাসরি ইনকাম করার কিছু উপায় আছে। তবে ফ্রি ফায়ার খেলে খুব সহজে ইনকাম করা যায় ব্যাপারটা তা নয়। এই গেমটি খেলে টাকা ইনকাম করতে হলে কিছু প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। নীচে ফ্রি ফায়ার খেলে ইনকাম করার কিছু উপায় নিয়ে আলোচনা করা হলো।
ফ্রী ফায়ার টুর্নামেন্ট : ফ্রি ফায়ার গেমের প্রতিবছর টুর্নামেন্ট হয়ে থাকে। আপনি যদি মনে করেন এই টুর্নামেন্টে অংশ নিবেন তাহলে অনায়াশে অংশগ্রহন করে পুরস্কার জেতার চেষ্টা করতে পারেন। এই টুর্নামেন্টে অনেক টাকার পুরস্কার দেওয়া হয়। ফ্রি ফায়ার গেমের বড় টুর্নামেন্টগুলো হলো PUBG Mobile Club Open বা PUBG Mobile World League ইত্যাদি।
যদি এই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহন করেন তাহলে বিশাল পরিমান পুরস্কার জিতে নিতে পারেন। আপনাদের যদি এই টুর্নামেন্ট সম্পর্কে বা এই গেম সম্পর্কে মোটামুটি দক্ষতা, অভিজ্ঞতা ও টিম ওয়ার্ক পরিচালনার সক্ষমতা থাকে তাহলে এই গেম থেকে প্রচুর টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না।
LIVE সম্প্রচার: ফ্রী ফায়ার গেম খেলে ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে আপনার খেলাটি লাইভ সম্প্রচার করে যা থেকে আপনারা অনায়াসেই ইনকাম করতে পারেন। যে সকর জনপ্রিয় স্ট্রিমার রয়েছে তারা বিজ্ঞাপন দেখিয়ে, সাবস্ক্রিপশন করে ও স্টার দিয়ে অর্থ উপার্জন করতে পারে।
গেমিং কোচিং: আপনি যদি PUBG গেম খেলতে দক্ষ হয়ে থাকেন তাহলে নতুন ফ্রি ফায়ার খেলার প্লেয়ারদের প্রশিক্ষন দিতে পারেন।অনলাইন প্ল্যাটফর্ম ও ব্যাক্তিগতভাবে প্রশিক্ষন দিতে পারেন। গেম খেলা শেখানোর কোচিং সেন্টার খুলে ভালো পরিমান অর্থ উপার্জন করা সম্ভব। তবে গেম প্রশিক্ষন দেওয়ার ব্যাপারটা খুব পরিশ্রম, সময় ও দক্ষতার বিষয়। সবসময় গেম আপডেটের বিষয়ে সচেতন থাকতে হবে।
FREE FIRE গেম এর মালিক কে
আপনাদের মধ্যে অনেকের খুব কৌতুহল যে এই ফ্রি ফায়ার গেমের মালিক সম্পর্কে জানার। সিঙ্গাপুর ভিত্তিক গেমিং কম্পানী যার নাম Garena. Garena হলো Sea Group এর একটি গেমিং বিভাগ যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই Garena ফ্রি ফায়ার সহ অনেক জনপ্রিয় গেম প্রকাশ করেছেন। এই Garena এর প্রতিষ্ঠাতা CEO হলেন Forrest Li এর জন্ম ১৯৭৭ সালে সিঙ্গাপুরে।
Forrest Li সিঙ্গাপুরের Nanyang Technological University থেকে Information System এ স্নাতক ডিগ্রে অর্জন করেন।
FREE FIRE গেম এর ইতিহাস
Garena কম্পানী ফ্রি ফায়ার গেমটি তৈরি করে যা একটি জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম। ফ্রি ফায়ার গেমটি ২০১৭ সালে ৩০ শে সেপ্টেম্বর প্রকাশিত হয়, যার ইতিহাস সম্পর্কে নীচে আলোচনা করা হলো। এটি মুলত ব্যাটেল রয়্যাল গেম যেখানে ৫০ জন খেলোয়র দ্বীপে প্যারাস্যুটে করে নেমে আসে এবং একে অপরকে পরাজিত করতে থাকে।
এই গেমটি ছোট আকারের ম্যাচ যা দ্রুত গেম হিসেবে পরিচিত। প্রত্যেকটি ম্যাচে ৫০ জন প্লেয়ার ১০ মিনিটের মধ্যে একে অপরকে পরাজিত করে টিকে থাকার চেষ্টা করে। গেমটি খুব সহজেই মোবাইল, ল্যাপটপ ও ডেক্সটপে খেলা যায়। তাই এই গেমটি প্রত্যেকটি অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে। পাবজি গেম ও ফ্রি ফায়ার গেম প্রায় একই কোয়ালিটির।
ফ্রি ফায়ার গেম এ প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে আপনি নিজের মনের মতো করে তৈরি করে নিবেন। এই গেমটির মুল থিম হলো খেলোয়াড়রা একটি মানচিত্রে অবতরণ করবে এবং খেলোয়ারদের মুল টার্গেট হলো শেষ পর্যন্ত বেঁচে থাকা। আপনি যদি এই গেমে বিজয়ী হতে চান তাহলে আপনার বিপক্ষ খেলোয়ারকে মেরে ফেলতে হবে।
গেমটি মুলত সেনাবাহিনীর আদলে তৈরি করা হয়েছে। এই গেমটি খেলার জন্য গেম কম্পানী শত্রুকে মারার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছেন এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় আত্মরক্ষামুলক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। ফ্রি ফায়ার গেমটি একজন অথবা কয়েকজন মিলে খেলা যায়। যেকোনো ম্যাপে আপনি খেলতে পারেন তবে এক্ষেত্রে অনেকগুলো ম্যাপ রয়েছে।
FREE FIRE গেম কোন দেশ থেকে উৎপত্তি হয়েছে
আপনাদের মনে হতে পারে ফ্রি ফায়ার কোন দেশের গেম। আসলে ফ্রি ফায়ার একটি ব্যটল রয়্যাল গেম যা ব্রাজিলের Garena কম্পানী তৈরী করেছে। Garena কম্পানীটি মুলত সিঙ্গাপুর ভিত্তিক গেমিং কম্পানী তবে গেমটির ডেভেলপার ব্রাজিলের। গেম সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে ব্যপক প্রচারের মাধ্যমে।
অর্থাৎ মোটাদাগে যদি বলতে চায় তাহলে এই গেমের ডেভেলপার ব্রাজিলের এবং কম্পানী সিঙ্গাপুরের।
FREE FIRE কবে বন্ধ হবে
এই গেমটি কবে বন্ধ হবে এই ব্যপারে আনুষ্ঠানিক কোনো ঘোষনা নেই। মুলত গেম বন্ধ করার একমাত্র সুপ্রীম পাওয়ার কম্পানী ও ডেভেলপার দ্বারা নির্ধারিন হয়। যদি বন্ধ করে দেওয়ার সিদ্ধন্ত সম্পর্কে কেউ কোন গুজব শুনে থাকেন তাহলে তা সম্পুর্নরুপে ভুল। কারন একটি জনপ্রিয় গেম বন্ধ করার আগে নিশ্চয় এর প্রশাসকগণ জনগনকে জানিয়ে দেবেন।কারন এর সাথে অর্থ ইনকামের বিষয়টি জড়িত।
FREE FIRE গেম ইসলামের দৃষ্টিতে কি হারাম
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ফ্রি ফায়ার গেমটি কি হারাম? আসুন আলোচনা করা যাক এই গেম খেলার প্রকৃতিগত কাঠামো সম্পর্কে। এই গেমের কনটেন্টে অনেক ন্যাকেড বিষয়গুলো থাকে ও এই গেমে বিশৃংঙ্খলা বিষয়টি জড়িতে তাই ইসলামের দৃষ্টিতে এটা হারাম বলে বিবেচিত হবে। এছাড়া এই গেমটি খেলতে গেলে অনেক সময় নষ্ট হয়।
যারা শৃংঙ্খলীত জীবনে সালাত আদায় করেন সময়মত খাবার গ্রহন করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো পরিপালন করা সম্ভব হয় না বা এই গেমটি আপনাকে এমনভাবে গেমের মধ্যে প্রবেশ করিয়ে দিবে যে তা আপনার পক্ষে বের হয়ে আসা সম্ভব হয় না। তাই এটি ইসলামের দৃষ্টিতে হারাম।
ফ্রি ফায়ার গেমটি খেলার সময় নানা ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বের হয়ে যায় যা ইসলামের দৃষ্টিতে হারাম বলে বিবেচিত হয়।
FREE FIRE খেললে কি ক্ষতি হয়
প্রতিটি অভ্যাসের একটা সীমা পরিসীমা রয়েছে।অভ্যাসটি যদি স্বাভাবিক কার্যক্রমকে ব্যহত না করে তাহলে এই ব্যাপারে কোন অভিযোগ নেই কিন্তু এটা যদি তার মাত্রা ছাড়িয়ে যায় তাহলে তা চরমভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।যেহেতু গেমটি খেলে টাকা উপার্জন করা যায় তাই এর প্রতি কিশোর, যুবকদের আর্কষন সবচেয়ে বেশী। নীচে এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হলো।
- যেহেতু গেমটি কিশোর, যুবকরা বেশী খেলে সেহেতু তাদের পড়াশুনা নষ্ট হয়।
- দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকলে চোখের ক্ষতি করে।
- দীর্ঘ সময় চেয়ারে বসে থাকার কারণে ঘাড়, পিঠ ও কোমরের ব্যথাজনিত সমস্যা হতে পারে।
- যেহেতু গেমটি খুবেই প্রতিযোগীতামুলক সেহেতু যেকোনো সময় উত্তেজিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- টাকার লোভে পড়ে সবকিছু বাদ দিয়ে শুধু গেম খেললে দৈনন্দিন অন্য অনেক প্রয়োজনীয় কাজের উপর প্রভাব পড়ে।
- পরিবার-পরিজন বন্ধু-বান্ধবদের কাছ থেকে অনেক দুরে পাঠিয়ে দেয়। কারন এই গেম এমনই একটা গেম যা দ্বারা প্রচুর টাকা ইনকাম করা যায়। টাকার পেছনে ছুটতে যেয়ে আপনজনেরা অনেক দুরে চলে যায়।
লেখকের শেষকথা
উপরের বিস্তারিত আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন Free Fire গেম খেলে ইনকাম করার বিভিন্ন মাধ্যমগুলো সম্পর্কে। এছাড়া আরোও জানতে পেরেছেন অনলাইনে টাকা ইনকাম করা খুব একটা কঠিন কাজ নয়। শুধুমাত্র একটু ধৈর্য্য ও দক্ষতা থাকলে কত সহজে টাকা ইনকাম করা যায়। উপরের আর্টিকেল থেকে আপনারা নিশ্চয় উপকৃত হয়েছেন।
যদি এই আর্টিকেল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।আবারও এই ধরনের আর্টিকেল পেতে ভিজিট করুন আমাদের এই সাইটটিতে।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url