বাংলাদেশের পাসপোর্ট অফিসের ইমেইল ও মোবাইল নম্বরগুলো সম্পর্কে জেনে নিন

বাংলাদেশ থেকে কাশ্মীর ভ্রমন কিভাবে করবেন তা জেনে নিনবন্ধুরা আজকের আর্টিকেলটিতে বিস্তারিতভাবে পাসপোর্ট অফিসের ইমেইল ও মোবাইল নম্বরগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি ভালোভাবে পড়লে সব জেলার পাাসপোর্ট অফিসের নম্বরগুলো জানতে পারবেন। প্রতিটি নাগরিকের পাসপোর্ট থাকা উচিত। পাসপোর্ট এমন একটি নথি যা দ্বারা পৃথিবীর সব দেশে কোনো ঝামেলা ছাড়া ভ্রমন করা যায়।
বাংলাদেশের পাসপোর্ট অফিসের ইমেইল ও মোবাইল নম্বরগুলো সম্পর্কে জেনে নিন

ভুমিকা

প্রত্যেক মানুষের কোনো না কোনো কাজের জন্য এক দেশ থেকে অন্য দেশে ভ্রমনের প্রয়োজন হয় যেমন: ব্যবসা বানিজ্য, চিকিৎসা, চাকুরী ইত্যাদি। কিন্তু আপনি চাইলেই যেকোনো দেশে যেতে পারবেন না কারন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট নামক একটি নথি বা দলিলের প্রয়োজন হয়। তাই প্রতিটি মানুষের উচিত পাসপোর্ট তৈরি করে রাখা।

কিন্তু পাসপোর্ট তৈরি করার জন্য পাসপোর্ট অফিসে যেতে হবে। আজকের আর্টিকেলটিতে পাসপোর্ট অফিসের ঠিকানা নিয়ে আলোচনা করা হয়েছে।এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে জানতে পারবেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা সম্পর্কে, আরোও জানতে পারবেন পাসপোর্ট অফিসের সদর দপ্তর কোথায় ও অফিসের সময়সুচি সম্পর্কে।

পাসপোর্ট কি

পাসপোর্ট বলতে বোঝায় অনুমতিপত্র বা ভ্রমন নথি যা ব্যবহার করার মাধ্যমে পৃথিবীর সব দেশে বৈধভাবে ভ্রমন করা যায়।একটি দেশের সরকার পাসপোর্ট প্রদান করে থাকে। এই পাসপোর্ট যে ব্যক্তির নামে তৈরি করা হয় তা ঐ ব্যক্তির জাতীয় পরিচয় পত্র হিসেবে কাজ করে। পাসপোর্টে একজন ব্যক্তির বিভিন্ন তথ্য প্রদান করা হয়।

যেমন:নাম, জন্ম তারিখ, জন্মস্থান, ব্যক্তির ছবি, ব্যক্তির স্বাক্ষর ইত্যাদি সহ আরে অনেক তথ্য সংযুক্ত করা হয়। দেশের মধ্যে যেমন নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়, ঠিক তেমনি দেশের বাইরে নির্দিষ্ট দেশের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফোন এর মাধ্যমে তথ্য নেওয়াতে খুব একটা স্বস্তি বোধ করেন না বরং সরাসরি অফিসে গিয়ে অফিসারদের সাথে কথোপকথনের মাধ্যমে তথ্য নিতে চান।কিন্তু আপনার কাছে যদি পাসপোর্ট অফিসের সঠিক ঠিকানা না থাকে তাহলে আপনি তা করতে পারবেন না। অবশ্যই আপনাকে ঠিকানা জেনেই সেখানে যেতে হবে। 
তাহলে আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন। তাই আজকের আর্টিকেলটিতে আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোর বিস্তারিত ঠিকানা সহ সকল তথ্য নীচে দেওয়া হলো।তাই আপনাকে আর্টিকেলটি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে আঞ্চলিক অফিসের ঠিকানাগুলো সম্পর্কে জানতে পারবেন।

পাসপোর্ট অফিসের সদর দপ্তর ঠিকানা

আপনারা যদি পাসপোর্ট অফিসের সদর দপ্তরের ঠিকানা জানতে পারেন তাহলে পাসপোর্ট অফিসের মোবাইল নম্বরগুলো পাওয়া আপনার জন্য সহজ হবে।কিন্তু এই নম্বরগুলো যোগাড় করতে একজন সাধারন মানুষের জন্য বেশ কষ্ট করতে হয়, অনেক ক্ষেত্রে সঠিক নম্বর পাওয়া যায় না। 

তাই এই আর্টিকেলটিতে এমনভাবে ঠিকানা দেওয়া হয়েছে যাতে আপনাকে অন্য কোথাও ঠিকানা খোঁজার জন্য যাওয়ার প্রয়োজন নেই। নীচে যে ঠিকানা দেওয়া হয়েছে তা সঠিক ও বিশ্বাসযোগ্য।

ঠিকানা
 ই-৭,আগারগাঁও
শের-ই-বাংলা নগর, ঢাকা
বাংলাদেশ-১২০৭
মোবাইল: ০১৭৩৩-৩৯৩৩২৩

পাসপোর্ট হেল্প লাইন

পাসপোর্ট বানাতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।তাই সমস্যা সমাধানের জন্য আপনারা পাসপোর্ট হেল্প লাইনের শরনাপন্ন হতে পারেন।কিন্তু অনেক সময় আপনারা বুঝে উঠতে পারেন না কিভাবে এই হেল্প লাইনের সহায়তা নিবেন।আজকের আর্টিকেলটিতে আপনাদের জানানো হবে কিভাবে আপনি পাসপোর্টের হেল্প লাইন থেকে সহায়তা নিতে পারবেন।

ঢাকার আগারগাঁও এর পাসপোর্ট অফিসের হেল্প লাইন নম্বর হলো ০১৭৩৩-৩৯৩৩৯৯ ও ০১৭৩৩-৩৯৩৩২৩। এছাড়া আপনি যদি মনে করেন তাহলে পাসপোর্ট অফিসের অফিসারদের কাছে ইমেইল করতে পারবেন dpassport@pasport.gov.bd এই ঠিকানায় অথবা rpoagargaon@passport.gov.bd এই ইমেইল ঠিকানাতেও আপনি ইমেইল পাঠাতে পারবেন।

আবার পাসপোর্ট অফিসের প্রবেশ পথে MRP ও e-passport হেল্প ডেস্ক দেখতে পাবেন। এই ডেস্ক গুলোতে পাসপোর্ট অফিসে পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য পাবেন।

পাসপোর্ট অফিসের হেল্পলাইন নম্বরগুলো

  • মোবাইল নম্বর:০১৭৩৩৩৯৩৩৯৯
  • হেল্প লাইন নম্বর:০১৭৩৩৩৯৩৩২৩
  • ল্যান্ড লাইন নম্বর:০২-৪৮১২১২৫৭
  • ইমেইল নম্বর: rpoagargaon@passport.gov.bd

পাসপোর্ট অফিসের সময়সুচী

আপনাদের মধ্যে অনেকেই পাসপোর্ট সম্পর্কিত তথ্য নেওয়ার জন্য অফিসে যেতে চান। তবে সেখানে যেতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট অফিসের সময়সুচী সম্পর্কে জানতে হবে।আপনারা যদি পাসপোর্ট অফিসে যান তাহলে অফিসের খোলা ও বন্ধ হওয়ার সময়সুচী, কখন গেলে আপনারা পাসপোর্ট অফিস থেকে ঠিকঠাক মত সেবা নিতে পারবেন তা জেনে তারপর যাবেন।
আজকের আর্টিকেলটিতে পাসপোর্ট অফিসের সময়সুচী জানাবো। পাসপোর্ট অফিস প্রতি সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন খোলা থাকে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার ৫ দিন সকাল ৯ টা থেকে ৫ ঘটিকা পর্যন্ত।তবে বিভিন্ন সরকারি ছুটি গুলোতে বন্ধ থাকে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস সমুহের ঠিকানা ও মোবাইল নম্বর

আমাদের দেশে যেসকল বিভিন্ন আঞ্চলিক অফিস গুলো থেকে নিজ নিজ এলাকায় বসবাসরত নাগরিকদের পাসপোর্ট প্রদান করে থাকে। আঞ্চরিক অফিস গুলো পাসপোর্ট প্রদান করা ছাড়াও বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট সংশোধন, পাসপোর্ট Renewal এর কাজগুলো করে থাকে। পাসপোর্টের আরোও যেসকল কাজ রয়েছে সেুগুলো তারা সম্পাদন করে থাকে। 

বর্তমানে বাংলাদেশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সংখ্যা ৬২ টি যারা প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে পাসপোর্ট সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান করে যাচ্ছে। আজ আমরা এই আর্টিকেলটিতে উক্ত আঞ্চলিক পাসপোর্ট অফিস গুলোর ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল দেওয়া হলোঃ

ঢাকা বিভাগের পাসপোর্ট অফিস সমুহ

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকা
  • Mobile no:01733393323
  • email no: rpoagargaon@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, যাত্রাবাড়ী
  • Mobile no:01733393327
  • email no: rpojatrabari@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, গোপালগঞ্জ
  • Mobile no:01733393346
  • email no: rpogopalgonj@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফরিদপুর
  • Mobile no:01733393342
  • email no: rpofaridpur@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, মানিকগঞ্জ
  • Mobile no:01733393335
  • email no: rpomanikgonj@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, মুন্সিগঞ্জ
  • Mobile no:01733393339
  • email no: rpomunshigonj@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাঙ্গাইল
  • Mobile no:01733393338
  • email no: rpotangail@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, কিশোরগঞ্জ
  • Mobile no:01733393340
  • email no: rpokishorgonj@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, নরসিংদী
  • Mobile no:01733393397
  • email no: rponarshindi@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাজীপুর
  • Mobile no:01733393337
  • email no: rpogazipur@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাদারীপুর
  • Mobile no:01733393347
  • email no: rpomadaripur@passport.gov.bd

চট্টগ্রাম বিভাগের পাসপোর্ট অফিস সমুহ

আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুমিল্লা
  • Mobile no:01733393352
  • email no: rpocomilla@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, নোয়াখালি
  • Mobile no:01733393381
  • email no: rponoakhali@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁদপুর
  • Mobile no:01733393355
  • email no: rpochandpur@passport.gov.bd
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, চট্টগ্রাম
  • Mobile no:01733393350
  • email no: rpochandgaon@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফেনী
  • Mobile no:01733393353
  • email no: rpofeni@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ব্রাহ্মণবাড়িয়া
  • Mobile no:01733393322
  • email no: rpobrahmanbaria@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, কক্সবাজার
  • Mobile no:01733393354
  • email no: rpocomilla@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাঙ্গামাটি
  • Mobile no:01733393356
  • email no: rporangamati@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, বান্দরবন
  • Mobile no:01733393359
  • email no: rpobandarban@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, খাগড়াছড়ি
  • Mobile no:01733393360
  • email no: rpokhagrachori@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, লক্ষীপুর
  • Mobile no:01733393357
  • email no: rpolaxmipur@passport.gov.bd

রাজশাহী বিভাগের পাসপোর্ট অফিস সমুহ

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহী
  • Mobile no:01733393380
  • email no: rporajshahi@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, বগুড়া
  • Mobile no:01733393382
  • email no: rpobogra@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাবনা
  • Mobile no:01733393386
  • email no: rpopabna@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁপাই নবাবগঞ্জ
  • Mobile no:01733393352
  • email no: rpochapainawabgonj@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, জয়পুরহাট
  • Mobile no:01733393383
  • email no: rpojaypurhat@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, নওগাঁ
  • Mobile no:01733393387
  • email no: rponaogaon@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, নাটোর
  • Mobile no:01733393385
  • email no: rponatore@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ
  • Mobile no:01733393384
  • email no: rposirajgonj@passport.gov.bd

খুলনা বিভাগের পাসপোর্ট অফিস সমুহ

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনা
  • Mobile no:01733393364
  • email no: rpokhulna@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুষ্টিয়া
  • Mobile no:01733393384
  • email no: rpkushtia@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাগেরহাট
  • Mobile no:01733393368
  • email no: rpobagerhat@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, চুয়াডাঙ্গা
  • Mobile no:01733393373
  • email no: rpochuadanga@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঝিনাইদহ
  • Mobile no:01733393366
  • email no: rpojinaidaha@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাগুরা
  • Mobile no:01733393369
  • email no: rpomagura@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, মেহেরপুর
  • Mobile no:01733393372
  • email no: rpomeherpur@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, নড়াইল
  • Mobile no:01733393370
  • email no: rponorail@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, সাতক্ষীরা
  • Mobile no:01733393367
  • email no: rposatkhira@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, যশোর
  • Mobile no:01733393365
  • email no: rpojessore@passport.gov.bd

সিলেট বিভাগের পাসপোর্ট অফিস সমুহ

বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, সিলেট
  • Mobile no:01733393361
  • email no: rposylhet@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৌলভীবাজার
  • Mobile no:01733393362
  • email no: rpmoulovibazar@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, সুনামগঞ্জ
  • Mobile no:01733393396
  • email no: rposunamgonj@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, হবিগঞ্জ
  • Mobile no:01733393363
  • email no: rpochobigonj@passport.gov.bd

রংপুর বিভাগের পাসপোর্ট অফিস সমুহ

আঞ্চলিক পাসপোর্ট অফিস, দিনাজপুর
  • Mobile no:01733393358
  • email no: rpodinajpur@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাইবান্ধা
  • Mobile no:01733393390
  • email no: rpochuadanga@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুড়িগ্রাম
  • Mobile no:01733393395
  • email no: rpokurigram@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, লালমনিরহাট
  • Mobile no:01733393394
  • email no: rpolalmonirhat@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, নীলফামারী
  • Mobile no:01733393393
  • email no: rponilphamari@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, পঞ্চগড়
  • Mobile no:01733393391
  • email no: rpoponchogar@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঠাকুরগাঁও
  • Mobile no:01733393392
  • email no: rpothakurgaon@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, রংপুর
  • Mobile no:01733393389
  • email no: rporangpur@passport.gov.bd

বরিশাল বিভাগের পাসপোর্ট অফিস সমুহ

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, বরিশাল
  • Mobile no:01733393374
  • email no: rpobarisal@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, বরগুনা
  • Mobile no:01733393378
  • email no: rpoborguna@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা
  • Mobile no:01733393376
  • email no: rpobhola@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঝালকাঠি
  • Mobile no:01733393375
  • email no: rpojhalokati@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিরোজপুর
  • Mobile no:01733393379
  • email no: rpopirojpur@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, পটুয়াখালি
  • Mobile no:01733393377
  • email no: rpopatuakhali@passport.gov.bd

ময়মনসিংহ বিভাগের পাসপোর্ট অফিস সমুহ

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ময়মনসিংহ
  • Mobile no:01733393334
  • email no: rpomymensingh@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর
  • Mobile no:01733393344
  • email no: rpojamalpur@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, নেত্রকোনা
  • Mobile no:01733393348
  • email no: rponetrokona@passport.gov.bd
আঞ্চলিক পাসপোর্ট অফিস, শেরপুর
  • Mobile no:01733393341
  • email no: rposherpur@passport.gov.bd

লেখকের শেষ কথা

বন্ধুগণ এতক্ষণে আপনারা জেনে গেছেন পাসপোর্ট অফিসের ঠিকানা, মোবাইল ও ইমেইল নম্বরগুলো সম্পর্কে। আপনারা সকলেই যে যে এলাকার বাসিন্দা তারা অফিসের নম্বরগুলো সংগ্রহ করে রাখলে কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে অবশ্যই পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন তথ্যনির্ভর এই আর্টিকেলটি পড়ে।

উপরের আর্টিকেল থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।আবারও এই ধরনের আর্টিকেল পেতে ভিজিট করুন আমাদের এই সাইটে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩