কিওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন
আপনি যদি ফ্রিল্যান্সিং করে আয় করতে চান তাহলে অবশ্যই কিওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে।আপনি যদি কিওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনারই জন্য।
ভূমিকা
কিওয়ার্ড ইনটেন্ট কি এটা যদি না জানেন তাহলে আপনি কোনভাবেই ফ্রিল্যান্সিং জগতে সফল হতে পারবেন না। তাই এই আটিকেলটিতে কিওয়ার্ড এর প্রকারভেদ ছাড়াও বিভিন্ন ধরনের কিওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছে।অতএব চিন্তার কিছু নেই,এই আর্টিকেলটি পড়লে কিওয়ার্ড ইনটেন্ট সম্পর্কে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে।
কিওয়ার্ড কি
ভিজিটর এমন কিছু শব্দ যা সার্চ ইঞ্জিনে সার্চ করে, এবং সার্চ ইঞ্জিন থেকে রেজাল্ট পায় আমরা তাকে কিওয়ার্ড বলে থাকি।উদাহরণ:নুডুলস বানানোর রেসিপি লিখে যদি গুগল বা ইউটিউবে সার্চ দেই তাহলে যে রেজাল্টটি পাওয়া যায় সেটি হল উক্ত সার্চের কিওয়ার্ড।
কিওয়ার্ড কত প্রকার ও কি কি
কি ওয়ার্ডের প্রকারভেদ অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে:
- শর্ট টেল কিওয়ার্ড
- লং টেল কিওয়ার্ড
শর্ট টেল কিওয়ার্ড
সাধারণত ১ থেকে ২ শব্দের মধ্যে যে কিওয়ার্ড গুলো থাকে তাকে আমরা শর্টটেল কিওয়ার্ড বলি। কিওয়ার্ড ইনটেন্ডের এর ক্ষেত্রে শর্ট টেল কিওয়ার্ড বীজ কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় এই বীজ কিওয়ার্ড থেকে হাজার হাজার কিওয়ার্ড তৈরি হয়ে থাকে।যেমন:বার্গার,ক্যালকুলেটর,মোবাইল
লং টেল কিওয়ার্ড
সাধারণত ৩ এর অধিক শব্দ ব্যবহার করে কোন অর্থবোধক কিওয়ার্ড তৈরি করে যে সার্চ করা হয় তাকে লং টেল কিওয়ার্ড বলে। লং টেল কিওয়ার্ড দ্বারা আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফলটি পেয়ে থাকি।যেমন: বার্গার রেসিপি ইন বাংলাদেশ এই লং টেল কি ওয়ার্ড দিয়ে যদি google কিংবা ইউটিউবে সার্চ দেই তাহলে আমরা ফলাফলটি স্পেসিফিক পেয়ে থাকি।
কিওয়ার্ড ইনটেন্ড কি
কোন কিওয়ার্ড গুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে তাকে আমরা কিওয়ার্ড ইনটেন্ড বলি।
কিওয়ার্ড ইনটেন্ডের উদ্দেশ্য
কিওয়ার্ড ইনটেন্ডের মাধ্যমে একজন মানুষ তার প্রয়োজনীয় তথ্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করে জানতে পারে।উদাহরণ হিসাবে বলা যায় আমি একটা আর্টিকেল লিখলাম যে,কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় এখন কেউ যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে তাহলে গুগল তার সামনে সবচেয়ে ভালো আর্টিকেলটি নিয়ে আসবে।
ইনফরমেশনাল কিওয়ার্ড ইনটেন্ড
আমরা যখন google এ যায় কোন কিছু সার্চ দিতে বা কোন কিছু জানতে যেমন:what is corona virus, what is SEO,what is free lancing ,what is informational keyword এই যে আমরা কোন কিছু ইনফরমেশন জানার জন্য গুগলে সার্চ করি ওই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড।
what,when,where,which,who,how এগুলো দিয়ে ইনফরমেশনাল কিওয়ার্ড ইনটেন্ডে সার্চ শুরু হয় ।
চিত্রের সাহায্যে উদাহরণ
নেভিগেশনাল কিওয়ার্ড ইনটেন্ড
যে কিওয়ার্ড গুলো আমাদের নেভিগেট করে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে,এই কিওয়ার্ড গুলো আগে থেকেই মাথায় থাকে অর্থাৎ আমি কি করবো আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া থাকে কিন্তু আমি কিভাবে করবো সেটা জানা থাকে না আর এই জানার জন্যই মূলত আমরা গুগলে নেভিগেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করি।
যেমন: আমি দারাজ থেকে একটা টি-শার্ট কিনবো, যা আমার মাথায় আগে থেকেই ঠিক হয়ে আছে আমি দারাজ থেকেই টি-শার্ট কিনবো কিন্তু কিভাবে কিনবো এটা আমার জানা নেই ।দারাজ ওয়েবসাইটে তখন আমি লিখলাম daraz online t-shirt যখন এই কথাটা লিখে সার্চ দিলাম তখন অন্য কোন ওয়েবসাইট আসলে সেটা ক্লিক করব না।
কারণ আমি diction make করেই রেখেছি daraz এর ওয়েবসাইট থেকেই টি শার্ট কিনবো। এই যে আমি নেভিগেট হয়েই আছি এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড ইনটেন্ড।আরো যদি একটা উদাহরণ দেই যে,আমি বললাম ঢাকা থেকে রাজশাহী যাবে Dhaka to Rajshahi by bus তাহলে ঢাকা থেকে রাজশাহী যাবেন।
কিভাবে যাবেন কত টাকা ভাড়া কোন বাসটাতে যাওয়া সহজ হবে অর্থাৎ এই যে আপনি নেভিগেট হয়ে যাচ্ছেন এটাকে বলা হয় নেভিগেশন কিওয়ার্ড।উদাহরন:daraz phone, amazon e-book, ordinary it digital marketing,bd shop webcam.etcএটাকে ব্র্যান্ডেড কিওয়ার্ড ও বলা হয়।
চিত্রের সাহায্যে উদাহরন
কমার্শিয়াল কিওয়ার্ড ইনটেন্ড
যে কিওয়ার্ড আপনাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে তাকে কমার্শিয়াল কিওয়ার্ড ইনটেন্ড বলে।
উদাহরন:top 10 phone under 1000,samsung s20 vs readminote7,best digital marketing course,review,best,top etc.Google এ গিয়ে লেখা হলো ১০ হাজার টাকার মধ্যে কোন কোন ব্র্যান্ড আছে যারা আমাদেরকে ফোন দেয় ।
এই যে আপনি কিছু কেনার আগে একটু decision make করার জন্য সার্চ দিচ্ছেন অর্থাৎ আপনি কিনবেন কিন্তু এখনই কিনবেন না পরে কিনবেন এই ধরনের কিওয়ার্ড গুলোকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড।
চিত্রের সাহায্যে উদাহরন
ট্রানজাকশনাল বা বায়িং কিওয়ার্ড ইনটেন্ট
আপনি কোন কিছু কিনতে চাচ্ছেন তাকে বলা হয় ট্রানজাকশনাল বা বায়িং কিওয়ার্ড। ই-কমার্সের জন্য এই কিওয়ার্ড ইনটেন্ড খুবই গুরুত্বপূর্ণ।উদাহরন:buy readminote7,purchase camera online, sell laptop
আমরা যখন কোন কিছু buy করতে চাই বা purchase করতে চাই বা কোন কিছু sell করতে চাই ।
অর্থাৎ immediate অ্যাকশন নেওয়াতে চাই এক্ষেত্রে মূলত বায়িং ইনটেন্ডের কিওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করি।যেমন: আপনি মনে করেন redmi note 7 কিনতে চাচ্ছেন এই ক্ষেত্রে গুগলে সার্চ দিলেন buy redmi phone এই যে buy কথাটা লিখে সার্চ দিলেন তার মানে আপনি কিনতে চাচ্ছেন।এর কিওয়ার্ড গুলো হচ্ছে buy,purchase,sell,buy online.
চিত্রের সাহায্যে উদাহরন
লোকাল কিওয়ার্ড ইনটেন্ট
যে কিওয়ার্ডগুলোর সাথে location থাকে অথবা আপনি আপনার এরিয়া তে রেজাল্ট গুলো দেখতে চাচ্ছেন, এমন যে কিওয়ার্ড গুলো থাকে এগুলোকে বলা হয় লোকাল কিওয়ার্ড।উদাহরণ:SEO expert in rajshahi,hospital near me, keyword location
যদি এই কিওয়ার্ডের ইনটেন্ড গুলো খুব ভালো করে মুখস্ত করেন তাহলে ইউজারের ইনটেন্টকে satisfy করা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি rank করাতে পারবেন।
চিত্রের সাহায্যে উদাহরন
লেখকের কথা
প্রিয় বন্ধুগন আজকের এই আর্টিকেল থেকে কিওয়ার্ড ইনটেন্ড সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলেন আশা করছি।যেহেতু বর্তমানে অনেকেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান সেহেতু বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে।
এতক্ষন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।এই ধরনের তথ্যমুলক ও গুবুত্বপূর্ন আর্টিকেল পড়তে সব মিলবে ডট কম ওয়েব সাইটে ভিজিট করুন।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url