ব্লগারের কনটেন্ট সম্পর্কিত নীতিমালাগুলো জেনে নিন
বন্ধুরা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা একজন আর্টিকেল রাইটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হচ্ছে ব্লগারের কনটেন্ট সম্পর্কিত নীতিমালা এটি সম্পর্কে একজন ব্লগারের যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে তার ওয়েবসাইট হুমকির মুখে পড়তে পারে।
তাই একজন ব্লগারের ব্লগ লেখার আগে তাকে এই বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।
ভূমিকা
নিজস্ব স্বাধীন মতামত অন্যের কাছে তুলে ধরা ও বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের এক অনন্য মাধ্যম হলো এই ব্লগার প্ল্যাটফর্ম। এই মত প্রকাশের বিরোধিতা করার অর্থই হলো এই আদর্শের বিরোধিতা করা। তবে স্বাধীন মতামত প্রকাশের অর্থ এই নয় যে স্বেচ্ছাচারিতা করা। এই জন্য যারা কন্টেন্ট লেখেন তাদের কিছু আইন মেনে চলতে হয়।
কোন ব্লগার যদি কমিউনিটি নির্দেশিকা লংঘন করেন তাহলে উক্ত ব্লগারের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য গুগলের “অভিযোগ জানান” লিংক ব্যবহার করতে পারেন।
কমিউনিটি নির্দেশিকা
গুগল কর্তৃপক্ষ এই স্বাধীন মত প্রকাশের জায়গাটিকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেছেন যাকে বলা হয় “কমিউনিটি নির্দেশিকা”। এই নির্দেশিকা ব্লগার প্লাটফর্মটিকে বাঁচিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্তৃপক্ষ মাঝে মাঝে নীতিমালা গুলোতে সাম্প্রতিকতম তথ্য সংযোজন করেন।
তবে কর্তৃপক্ষ যেসব কন্টেন্ট তথ্য মূলক ,শৈল্পিক ধারার, শিক্ষা সংক্রান্ত, বিজ্ঞানভিত্তিক অথবা যে কনটেন্ট গুলো পড়ে মানুষ উপকৃত হয় সেগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে থাকে অনেক ক্ষেত্রে নমনীয়তা প্রকাশ করা হয়।
প্রাপ্তবয়স্কদের কনটেন্ট
পোস্ট যদি প্রাপ্ত বয়স্কদের জন্য হয় তাহলে তা সেটিংস থেকে প্রাপ্তবয়স্কদের জন্য বলে চিহ্নিত করে দিতে হবে। ব্লগাররা যদি প্রাপ্তবয়স্কদের জন্য বলে চিহ্নিত না করেন তাহলে গুগল কর্তৃপক্ষ তা নিজে থেকেই করে দেন। নগ্নতা বা যৌনতা ছড়ায় এমন কনটেন্ট পোস্ট করা যাবে না। তবে প্রাপ্তবয়স্কদের কনটেন্টের ক্ষেত্রে নীতিমালায় কিছু ব্যতিক্রম রয়েছে।
- ব্লগার কখনোই প্রাপ্তবয়স্কদের কনটেন্ট দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন না। যেমন: এমন ব্লগ তৈরি করা যাবে না যাতে বাণিজ্যিক পর্নোগ্রাফি সাইটের লিংক বা বিজ্ঞাপন রয়েছে।
- এমন ভিডিও, ছবি বা কোন টেক্সট প্রকাশ করা যাবে না যাতে অবৈধ যৌনাচার কে উৎসাহ প্রদান করে। আবার ধর্ষণ, অনাচার,পাশবিকতা বা মৃতদেহের সাথে যৌনসঙ্গম করছে এমন কনটেন্ট গুলো পোস্ট করা যাবে না।
- কোন ব্যক্তির অনুমতি ছাড়া তার ব্যক্তিগত নগ্নতা, যৌনতা বা অস্পষ্ট অন্তরঙ্গ যৌনতা পূর্ণ ছবি, ভিডিও বা পোস্ট প্রকাশ করা যাবে না। যদি কেউ এই কাজটি করে থাকে তাহলে তার বিরুদ্ধে গুগল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা যেতে পারে। ফলে ওয়েবসাইটের ক্ষতি হতে পারে।
বাচ্চাদের যৌন নির্যাতন ও শোষণ
বাচ্চাদের যৌন নির্যাতন সংক্রান্ত কোনো পোস্ট প্রকাশ করা যাবে না। যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে গুগল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা যেতে পারে।Google আমাদের কোন পোস্ট এমনভাবে ব্যবহার করতে দেয় না যাতে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়। বাচ্চাদের যৌন নির্যাতন ছাড়া আরো অনেক কিছু রয়েছে যা গুগল কর্তৃপক্ষ প্রকাশ করতে দেয় না তার নিম্নরূপ:
- বাচ্চাদের সাথে অনলাইনে যৌনতা বিষয়ক বা যৌন সংক্রান্ত ছবি আদান-প্রদানের সুবিধা করতে দেয় না।
- কোন বাচ্চার অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করতে দেয় না।
- এমন ছবি প্রকাশ করতে দেয় না যেখানে কোন বাচ্চার উপর যৌন নির্যাতন বা দেখায় তাতে উৎসাহ দেয় বা প্রচার করে।
- বাচ্চাদের যৌন শোষণের উদ্দেশ্যে তাদের দিয়ে বিজ্ঞাপন করানো বা তাদের জন্য আবেদন করা।
এই ধরনের কোন কন্টেন্ট প্রকাশ করা হলে গুগল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল গ্রহণ করতে পারে। যেমন: “ন্যাশনাল সেন্টার ফর মিসিং এন্ড চিলড্রেন” কর্তপক্ষের কাছে জানাতে পারেন।এছাড়া অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। যৌন নির্যাতন ও শোষণ হচ্ছে বলে যদি মনে হয় তাহলে পুলিশকে জানাতে পারে।
বিপদজনক ও বেআইনি কার্যক্রম
এই ব্লগার প্ল্যাটফর্ম কোনভাবেই বেআইনি কার্যকলাপের সাথে যুক্ত এমন কোন কাজ ,পণ্য, সেবা বা তথ্যের প্রচার করা যাবে না। গুগল কর্তৃপক্ষ শিক্ষার সংক্রান্ত, ডকুমেন্টারি, বৈজ্ঞানিক বা শৈল্পিক কন্টেন্ট অনুমোদন করে।
তবে এই কনটেন্টের মাধ্যমে যদি কোন সরাসরি ক্ষতি হয় বা বেআইনি কার্যকলাপে উৎসাহ প্রদান করা হয়ে থাকে তাহলে তা প্রকাশ করতে দেয় না এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কেউ অভিযোগ দায়ের করে তাহলে তার বিরুদ্ধে গুগল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে থাকে। এতে আপনার ওয়েবসাইটের ক্ষতি হতে পারে।
উত্ত্যক্ত করা, হয়রানি ও হুমকি দেওয়া
ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে হুমকি, ধামকি বা হয়রানি করা বা কারো সাথে দুর্ব্যবহার করা, যৌনতা সংক্রান্ত অপপ্রচার চালানো, ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া, কোন ব্যক্তির বিরুদ্ধে অপমানজনক বা অপমাননা কর মন্তব্য করা এবং এই ধরনের কাজে অন্যদের উৎসাহ দেওয়া ইত্যাদি করলে গুগল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে।
ঘৃণাত্মক বক্তব্য
কোন জাতি গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদ বৈষম্য, ধর্ম বিরোধী প্রচারণা কারো বয়স, নাগরিকত্ব, যৌন পছন্দ, লিঙ্গগত পরিচয় নিয়ে ঘৃণা ছড়ানো যাবে না। এমন কন্টেন্ট লেখা যাবে না যেখানে হিংসাত্মক ঘটনা ছড়ায় বা তাকে সমর্থন করে। যদি এই ধরনের কন্টেন্ট লেখা হয় তাহলে তা ,ঘৃণাত্মক বক্তব্যের আওতায় পড়বে।
ব্যক্তি সম্পর্কে ভুল ধারণা বা মিথ্যা তথ্য প্রদান
ব্লগার কখনোই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে তাকে ত্রুটিপূর্ণ ভাবে উপস্থাপন করা যাবে না অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে সাইটের পরিচয়, যোগ্যতা, মালিকানা, উদ্দেশ্য, পণ্য, সেবা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়া যাবে না। রাজনৈতিক, সামাজিক সমস্যা বা জনস্বার্থ সম্পর্কিত content গুলো অন্য দেশের ব্যবহারকারীর কাছে ভুল ভাবে প্রকাশ করা যাবে না।
ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) ও একই ধরনের ক্ষতিকর কন্টেন্ট
এমন কোন ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) বা কোন কনটেন্ট নেটওয়ার্ক, সার্ভার, ব্যবহারকারীর ডিভাইসে পাঠানো যাবে না।
আমরা অনেকে উইন্ডোজ ১০,১১ এগুলো কিভাবে এক্টিভেট করতে হয় Microsoft অফিস কিভাবে চুরি করে এক্টিভেট করতে হয় অর্থাৎ কোন সফটওয়্যার না কিনে কিভাবে পাইরেটেড করতে হয় এইরকম অনেক টিউটোরিয়াল বা কনটেন্ট থাকে এগুলো অনেকে শেয়ার করে।
এই ধরনের কাজ আপনার ওয়েবসাইটে করা যাবে না। যদি করে থাকেন তাহলে কেউ যদি আপনার সাইটের বিরুদ্ধে ব্যবস্থা নাই বা অভিযোগ করে গুগল কর্তৃপক্ষের কাছে তাহলে আপনার সাইটের ক্ষতি হতে পারে। এছাড়াও কোন হ্যাকিং কনটেন্ট আপনার ওয়েবসাইটে রাখা যাবে না কোন ফিশিং অ্যাক্টিভিটি আপনার ওয়েবসাইটে করতে পারবেন না।
বিভ্রান্ত ছড়ানো বিষয়ক কন্টেন্ট
আপনার ওয়েবসাইটে এমন কনটেন্ট পোস্ট করা যাবে না যাতে ব্যবহারকারী প্রতারিত হতে পারে।
- আপনারা এমন তথ্য দিয়ে কনটেন্ট লেখতে পারবেন না যা সরকারি তথ্য কষে সংরক্ষিত নেই। যেমন: ভোট দানের পদ্ধতি, রাজনৈতিক প্রার্থীদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা, বয়স, জন্মস্থান, নির্বাচনের ফলাফল বা জনগণনাতে অংশগ্রহণের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
- এমন কোন বিষয় নিয়ে কন্টেন্ট লেখা যাবে না যাতে কোন ব্যক্তি বা দল ক্ষতিকর কোন কাজ করছে।
- স্বাস্থ্য বা চিকিৎসা বিষয়ে এমন কোনো কন্টেন্ট লেখা যাবে না যাতে ব্যক্তির কিংবা জনস্বাস্থের মারাত্মক শারীরিক বা মানসিক ক্ষতি হয়।
- প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ মিডিয়া ব্যবহার করে এমন কনটেন্ট লেখা যাবে না যাতে ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়।
- শিক্ষামূলক, তথ্যচিত্র সম্পর্কিত, শৈল্পিক বা বৈজ্ঞানিক বিষয়ে যে কনটেন্ট গুলো লেখা হয় তা যেন যথেষ্ট তথ্য সম্বলিত হয় যাতে মানুষ করে তা বুঝতে পারে।
সম্মতিবিহীন অনুপযুক্ত ছবি
কোন ব্যক্তির অনুমতি ছাড়া তার ব্যক্তিগত,, নগ্নতা যৌনতা বা অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করা যাবে না। যদি এটা করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি আপনার ওয়েবসাইটের বিরুদ্ধে google কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে আপনার ওয়েবসাইটের ক্ষতি হতে পারে।
ব্যক্তিগত ও গোপন তথ্য
কন্টেন্টের কোন ব্যক্তির ব্যক্তিগত ও গোপন তথ্য তার অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। যদি করা হয় তাহলে সেই ওয়েবসাইটের বিরুদ্ধে google কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে আপনার ওয়েবসাইটের ক্ষতি হতে পারে।
ফিশিং অ্যাক্টিভিটি
কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয় তাকে ফিশিং অ্যাক্টিভিটি বলে। অর্থাৎ তার পাসওয়ার্ড, আর্থিক বিবরণ ও সোশ্যাল সিকিউরিটি নেওয়ার জন্য যে ওয়েবসাইট গুলো ব্যবহার করা হয় তাকে ফিশিং অ্যাক্টিভিটি বলে।
নিয়ন্ত্রিত পণ্য ও সেবা
অ্যালকোহল, জুয়া, ওষুধ, অনুমোদন ছাড়া কোন সাপ্লিমেন্ট, তামাক, আতশবাজি, অস্ত্র বা স্বাস্থ্য/চিকিৎসা সংক্রান্ত ডিভাইস বিক্রির উদ্দেশ্যে কোন কিছু লেখা বা বিজ্ঞাপন দেওয়া যাবে না।
স্প্যাম
একই জিনিস বিভিন্ন জায়গায় কমেন্ট করা, পোস্ট করা অন্য জায়গা থেকে কপি করে এনে পেস্ট করা গুগলের কোন ব্লগিং প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না।কেউ অভিযোগ করলে Google কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারে।
সন্ত্রাসবাদি অ্যাক্টিভিটি
এমন কোন কন্টেন্ট লেখা যাবে না যেখানে জঙ্গিবাদ ছড়ায়। এমন কোন আদর্শ নিয়ে লেখা যাবে না যা দ্বারা মানুষ সন্ত্রাসবাদি কার্যক্রমে জড়িয়ে পড়ে। এই ধরনের সাইটের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে তাহলে google কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে।
অপ্রাপ্তবয়স্কদের অনুমোদনহীন ছবি
যারা অপ্রাপ্তবয়স্ক যারা ওয়েবসাইট ভিজিট করবে তাদের কাছে কোন এডাল্ট কন্টেন্ট আপনি দেখাতে পারবেন না। এই ধরনের ওয়েবসাইট গুলোর বিরুদ্ধে কেউ যদি গুগল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে তাহলে গুগল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
হিংসা ও রক্তপাত
হিংসা ও রক্তপাত সংশ্লিষ্ট কোন কিছু শেয়ার করতে পারবেন না।: যেমন কেউ হয়তো মারামারি করে রক্তপাত ঘটিয়েছে, হাত, পা ,গলা কেটে ফেলেছে এইরকম কোন জিনিস গুগলের প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। কেউ অভিযোগ করলে গুগল কর্তৃপক্ষ তার ওয়েবসাইট বন্ধ করে দিতে পারে।
কপিরাইট
অন্যের কোন তথ্য চুরি করে নিজের নামে চালিয়ে দিতে পারবেন না। যদি এটি করেন আর কেউ যদি আপনার সাইটের বিরুদ্ধে গুগল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে তাহলে গুগল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
নীতিমালা ভঙ্গ করলে Google কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করবে
আপনারা যদি উপরোক্ত নীতিমালা গুলো ভঙ্গ করেন তাহলে গুগল কর্তৃপক্ষ আপনার ওয়েবসাইটের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে তা নিমরুপ:
- ব্লগ অথবা পোস্ট দেখার আগে সংবেদনশীল কন্টেন্ট সংক্রান্ত সর্তকতা দিতে হবে। অর্থাৎ যদি আপনারা ব্লগে এডাল্ট কন্টেন্ট থাকে এবং তার জন্য কোন সেটিংস এপ্লাই না করেন তাহলে আপনার পাঠকরা যখন ওয়েবসাইটে ভিজিট করবেন তখন তাদেরকে কোন অ্যালার্ট মেসেজ বা নোটিফিকেশন দেখাতে পারে।
- পোস্টটি প্রকাশ করা থেকে সরিয়ে দিতে পারে যাতে শুধুমাত্র ব্লগের লেখকই এটি দেখতে পান অর্থাৎ আপনি যদি গুগলের নীতিমালা বিরুদ্ধে কোন পোস্ট পাবলিশ করেন তাহলে তাকে পাবলিক থেকে প্রাইভেট করে দিতে পারে সে ক্ষেত্রে শুধুমাত্র অথর বা এডমিন পোস্ট দেখতে পাবে পাঠক বা পাবলিক দেখতে পাবে না।
- আপত্তিকর কন্টেন্ট, পোস্ট অথবা ব্লগ মুছে দিতে পারে।
- লেখকের ব্লগার একাউন্ট এক্সেস বন্ধ করে দিতে পারে। অর্থাৎ আপনার যে গুগল একাউন্ট থেকে ব্লগার এ প্রবেশ করেন আপনার সেই প্রবেশাধিকার সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারে।
- লেখকের Google একাউন্ট বন্ধ করে দিতে পারে।
- আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযোগ করতে পারে।
লেখকের কথা
বন্ধুগণ এখন হয়তো আপনারা জেনে গেছেন একজন ব্লগারের কেন google এর ব্লগ সংক্রান্ত নীতিমালা গুলো মেনে চলতে হবে। আপনারা যদি ঠিকঠাক মতো উপরের নীতিমালা গুলো মেনে চলেন তাহলে নির্ভানায় লেখালেখি করতে পারবেন।
উপরের আর্টিকেল থেকে আপনারা নিশ্চয় উপকৃত হয়েছেন।যদি এই আর্টিকেল থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।আবারও এই ধরনের আর্টিকেল পেতে ভিজিট করুন আমাদের এই সাইটটিতে।
সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়
comment url