বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি সামরিক শক্তির দেশ

বন্ধুরা আজকে এই আর্টিকেলটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি সামরিক শক্তির দেশ নিয়ে আলোচনা করবো। যদি আপনারা প্রশ্ন করেন সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা কেন? তাহলে এর একটাই উত্তর দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই একটা সুসজ্জিত সামরিক বাহিনীর প্রয়োজন হয়। বিশ্বজুড়ে সামরিক ভাবে ক্ষমতাবান যেই দেশ হবে সেই দেশী পৃথিবীর কর্তৃত্ব নিয়ে নিবে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি সামরিক শক্তির দেশ
এছাড়া সামরিক বাহিনীর আকার দেখলে সেই দেশের অর্থনৈতিক চিত্রটাও সামনে চলে আসে। তাই প্রতিদিন প্রতিটি দেশেই চাই সে যেন সামরিক বাহিনীর দিক থেকে পিছিয়ে না পড়ে। তারা তাদের সক্ষমতা অনুযায়ী প্রতিবছরই সামরিক শক্তিকে উন্নত থেকে উন্নততর করে তোলে।

ভূমিকা

গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যারা সমগ্র পৃথিবীতে যে দেশগুলো রয়েছে তাদের সামরিক শক্তি নিয়ে একটা গবেষণা পরিচালনা করে। এখানে গ্লোবাল ফায়ার পাওয়ার এর যে গবেষনাটি ছিল তা শুধুমাত্র সাধারণ সামরিক সক্ষমতা নিয়ে। 

এছাড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রযুক্তিগত মান, সামরিক প্রশিক্ষণের মান, সমরাস্ত্র তৈরির উন্নত প্রযুক্তির ব্যবহার ,সামরিক গবেষনা, ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক সক্ষমতা ,কূটনৈতিক কৌশল, অর্থনৈতিক সক্ষমতা ও অস্ত্র উৎপাদনের ক্ষমতা ইত্যাদি বিষয়গুলোকে বাদ দিয়ে গবেষণা পরিচালনা করেছে। 

তারা শেষ ২০২২ সাল পর্যন্ত সেরা ১০টি শক্তিশালী দেশের একটা তালিকা প্রস্তুত করে এবং এটাই এখন পর্যন্ত বিদ্যমান আছে।কিন্তু এর মাঝে এই দেশগুলোর সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে।

ব্রাজিল এর সামরিক শক্তি

সামরিক শক্তিতে ব্রাজিলের অবস্থান ১০ নম্বরে। এই দেশের সামরিক বাজেট ১৯ বিলিয়ন মার্কিন ডলার। ব্রাজিলের বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৩ লাখ ৬০ হাজার রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ১৩ লাখ ৪০ হাজারের মতো এবং প্যারামিলিটারি আছে প্রায় ৪ লাখ। 
ব্রাজিল
২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের ট্যাংকের সংখ্যা ৪৩৯ টি, যুদ্ধবিমানের সংখ্যা ১১৯ টি ১ টি হেলিকপ্টার কেরিয়ার রয়েছে নৌবাহিনীতে। ৬ টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ রয়েছে এছাড়া করভেট রয়েছে ২ টি এবং সাবমেরিন রয়েছে ৭ টি। ব্রাজিল অনেকদিন থেকেই নিরাপত্তা পরিষদের স্থায়ী পদের জন্য চেষ্টা করে যাচ্ছে।

পাকিস্থান এর সামরিক শক্তি

সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ৯ নম্বরে। এই দেশের সামরিক বাজেট ৭.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। ব্রাজিলের বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪০ হাজার রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ৫ লাখ এবং প্যারামিলিটারি আছে প্রায় ৫ লাখ। ২০২২ সাল পর্যন্ত পাকিস্থানের ট্যাংকের সংখ্যা ২৮২৪ টি, যুদ্ধবিমানের সংখ্যা ৪৫০ টি ,দুইটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে নৌবাহিনীতে। 
পাকিস্থান
৬ টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ রয়েছে এছাড়া করভেট রয়েছে ২ টি এবং সাবমেরিন রয়েছে ৯ টি।পাকিস্তান পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি দেশ। মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ সেনাবাহিনী রয়েছে পাকিস্তানে।

ব্রিটেন এর সামরিক শক্তি

সামরিক শক্তিতে ব্রিটেনের অবস্থান ৮ নম্বরে। এই দেশের সামরিক বাজেট ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। ব্রিটেনের বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ২ লাখ রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ৩৭ হাজারের মতো । ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের ট্যাংকের সংখ্যা ২২৭ টি, যুদ্ধবিমানের সংখ্যা ১৪২ টি ২ টি এয়ারক্রাফ্ট কেরিয়ার রয়েছে নৌবাহিনীতে। 
ব্রিটেন
৬ টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ ও ৬ টি ডেষ্ট্রয়ার রয়েছে এছাড়া সাবমেরিন রয়েছে ১০ টি। ব্রিটেন পারমাণবিক শক্তিধর একটি দেশ।

ফ্রান্স এর সামরিক শক্তি 

সামরিক শক্তিতে ফ্রান্সের অবস্থান ৭নম্বরে। এই দেশের সামরিক বাজেট ৪১ বিলিয়ন মার্কিন ডলার। ফ্রান্সের বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ২ লাখ ৫ হাজার রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ৩৫ হাজার এবং প্যারামিলিটারি আছে ১ লাখ প্রায় ৭৫ হাজার।
ফ্রান্স
২০২২ সাল পর্যন্ত ফ্রান্সের ট্যাংকের সংখ্যা ৪০৬ টি, যুদ্ধবিমানের সংখ্যা ২৬৬ টি ,নৌবাহিনীতে রয়েছে ১ টি এয়ারক্রাফ্ট কেরিয়ার,২ টি হেলিকপ্টার কেরিয়ার ১০ টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ১১ টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ ও ২ টি করভেট এবং ১০ টি সাবমেরিন। ফ্রান্স পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র।

দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তি

সামরিক শক্তিতে দক্ষিণ কোরিয়ার অবস্থান ৬ নম্বরে।এই দেশের সামরিক বাজেট ৪৬.৩২ বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৫ লাখ ৫৫ হাজার রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ৫ লাখ এবং প্যারামিলিটারি আছে ৭৫ হাজার। 
দক্ষিণ কোরিয়া
২০২২ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ট্যাংকের সংখ্যা ২৬২৪ টি, যুদ্ধবিমানের সংখ্যা ৫০০ টি ,নৌবাহিনীতে রয়েছে ২ টি হেলিকপ্টার কেরিয়ার ১২ টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ১৮ টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ ও ১১টি করভেট এবং ২২টি সাবমেরিন।চীন ও উত্তর কোরিয়ার হুমকি থেকে বাঁচতে দক্ষিণ কোরিয়া তার নৌবাহিনীকে ধীরে ধীরে শক্তিশালী করে চলেছে।

জাপান এর সামরিক শক্তি

সামরিক শক্তিতে জাপানের অবস্থান ৫নম্বরে।এই দেশের সামরিক বাজেট ৪৭.৪৮ বিলিয়ন মার্কিন ডলার। জাপানের বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ২ লাখ ৪০ হাজার রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ৫৫ হাজার এবং প্যারামিলিটারি আছে ১৪ হাজার। 
জাপান
২০২২ সাল পর্যন্ত জাপানের ট্যাংকের সংখ্যা ১০০৪ টি, যুদ্ধবিমানের সংখ্যা ২৪০ টি ,নৌবাহিনীতে রয়েছে ৪ টি হেলিকপ্টার কেরিয়ার ৪৯ টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ৪ টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ ও ৬ টি করভেট এবং ২১ টি সাবমেরিন। পারমাণবিক শক্তিধর দেশের বাইরে একমাত্র জাপান শক্তিশালী একটি দেশ।

ভারত এর সামরিক শক্তি

সামরিক শক্তিতে ভারতের অবস্থান ৪ নম্বরে। এই দেশের সামরিক বাজেট ৪৭.৪৮ বিলিয়ন মার্কিন ডলার।ভারতের বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৪ লাখ ৫০ হাজার রিজার্ভ সেনার পরিমাণ ১১ লাখ ৫৫ হাজার এবং প্যারামিলিটারি আছে ২৫ লাখ ২৭ হাজার। 
ভারত
২০২২ সাল পর্যন্ত ভারতের ট্যাংকের সংখ্যা ৪৬১৪ টি, যুদ্ধবিমানের সংখ্যা ৭০০ টি ,নৌবাহিনীতে রয়েছে ১ টি এয়ারক্রাফ্ট কেরিয়ার ,১০ টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ১৩টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ ও ২২ টি করভেট এবং ১৭ টি সাবমেরিন।ভারত পারমাণবিক শক্তিধর একটি দেশ।

চীন এর সামরিক শক্তি

সামরিক শক্তিতে চীনের অবস্থান ৩ নম্বরে। এই দেশের সামরিক বাজেট ২৫০ বিলিয়ন মার্কিন ডলার। চীনের বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ২০ লাখ রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ৫ লাখ ১০ হাজার এবং প্যারামিলিটারি আছে ৬ লাখ ২৪ হাজার। 
চীন
২০২২ সাল পর্যন্ত চীনের ট্যাংকের সংখ্যা ৫২৫০ টি, যুদ্ধবিমানের সংখ্যা ১৫৭১ টি ,নৌবাহিনীতে রয়েছে ২ টি এয়ারক্রাফ্ট কেরিয়ার ১ টি হেলিকপ্টার কেরিয়ার ৪১ টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ৪৯ টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ ও ৭০ টি করভেট এবং ৭৯ টি সাবমেরিন। চীন পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাদের ভেটো ক্ষমতা রয়েছে।

রাশিয়ার সামরিক শক্তি

সামরিক শক্তিতে রাশিয়ার অবস্থান ২ নম্বরে। এই দেশের সামরিক বাজেট ১৫৪ বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৮ লাখ ৫০ হাজার রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার এবং প্যারামিলিটারি আছে ২ লাখ ৫০ হাজার। 
রাশিয়া
২০২২ সাল পর্যন্ত রাশিয়ার ট্যাংকের সংখ্যা ১২৪২০টি, যুদ্ধবিমানের সংখ্যা ১৫০০ টি ,নৌবাহিনীতে রয়েছে ১ টি এয়ারক্রাফ্ট , পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ব্যাটেল ক্রইজার রয়েছে ২ টি, ১৩ টি ক্রইজার ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, ১১ টি ফ্রিগেই যুদ্ধ জাহাজ ,৮৬ টি করভেট এবং ৭০ টি সাবমেরিন। 

রাশিয়া পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।তাদের ভেটো ক্ষমতা রয়েছে।

আমেরিকার সামরিক শক্তি

সামরিক শক্তিতে আমেরিকার অবস্থান ১ নম্বরে। এই দেশের সামরিক বাজেট ৭৭০ বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকার বর্তমান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৪ লাখ রিজার্ভ সেনার পরিমাণ প্রায় ৪ লাখ ৪২ হাজার । 
U.S.A
২০২২ সাল পর্যন্ত আমেরিকার ট্যাংকের সংখ্যা ৬৬১২টি, যুদ্ধবিমানের সংখ্যা ২৭৪০ টি ,নৌবাহিনীতে রয়েছে ১১ টি এয়ারক্রাফ্ট কেরিয়ারও ৯ টি হেলিকপ্টার কেরিয়ার , ৯২ টি ক্রইজার ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ কেরিয়ার,২২ টি করভেট এবং৬৮ টি সাবমেরিন।আমেরিকা পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।তাদের ভেটো ক্ষমতা রয়েছে ।                                                      

দেশের   নাম

সামরিক বাজেট

(বিলিয়ন)

সৈন্য সংখ্যা

(লাখ) 

ট্যাংক

যুদ্ধ বিমান

এয়ার ক্রাপ্ট

করভেট

ফ্রিগেই

ডেস্ট্রয়ার

সাবমেরিন

U.S.A

  ৭৭০১৪৬৬১২২৭৪০১১২২
৯২৬৮

রাশিয়া

১৫৪৪.৫০১২৪২০১৫০০৮৬১১১৩৭০

চীন

২৫০২০৫২৫০১৫৭১৭০৪৯৪১৭৯

ভারত

৪৭.৪৮১৪.৫০৪৬১৪৭০০২২১৩১০১৭

জাপান

৪৭.৪৮২.৪০১০০৪২৪০
৪৯২১

দক্ষিন কোরিয়া

৪৬.৩২৫.৫৫২৬২৪৫০০
১১১৮১২২২

ফ্রান্স

৪১২.০৫৪০৬২৬৬
১০

ব্রিটেন

৬৮২২৭১৪২
১০

পাকিস্থান

৭.৬৯৬.৪০২৮২৪৪৫০

ব্রাজিল

১৯৩.৬০৪৩৯১১৯

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের  সামরিক শক্তির তুলনামূলক চিত্র

লেখকের শেষকথা

বন্ধুগণ এতক্ষণে আপনারা জেনে গেছেন বিশ্বের ১০ টি শক্তিশালী দেশের সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্রের পরিমান। বর্তমানে যে দেশ যত বেশি আধুনিক অস্ত্র রয়েছে সে দেশ তত বেশি উন্নত এবং এই অস্ত্রের জোরেই তারা বিশ্বকে নিজের করতলগত করে রেখেছে। নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন তথ্যনির্ভর এই আর্টিকেলটি পড়ে।

উপরের আর্টিকেল থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।আবারও এই ধরনের আর্টিকেল পেতে ভিজিট করুন আমাদের এই সাইটে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সব মিলবে ডট কমের নিতীমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা যায়

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩